For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পলাতক' নিশান উত্তোলনের নেপথ্যে থাকা দীপ সিধু, লালকেল্লা কাণ্ডে এফআইআর অভিনেতার বিরুদ্ধে

Google Oneindia Bengali News

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত করা হয়েছে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে৷ তবে শুধু দীপ নয়, শোনা যাচ্ছে গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত৷ দু'জনের নামই এফআইআর-এ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ৷ অভিযোগ, ২৬ জানুয়ারির আগে থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি৷ তবে দীপ সিধু 'পলাতক' বলে রব উঠেছে।

মিছিলের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছিল

মিছিলের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছিল

সাধারণতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয় কৃষক নেতাদের৷ সেখানে মিছিলের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছিল৷ পাশাপাশি পুলিশের বিভিন্ন শর্তও মেনে নিয়েছিলেন কৃষক নেতারা৷ পুলিশের বক্তব্য, শর্ত মানার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা মানেননি কৃষকরা৷ আন্দোলনকারীদের মারে অনেক পুলিশকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন৷

কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে

কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে

ইতিমধ্যেই কয়েকজন কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে৷ এই বিষয়ে ডেপুটি কমিশনার অব পুলিশ চিন্ময় বিসওয়াল গতকাল কৃষক নেতা দর্শন পালকে চিঠি দিয়েছেন৷ চুক্তিভঙ্গের জন্য কেন তাঁর এবং সহযোগী কৃষক সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, চিঠিতে তা জানতে চেয়েছেন তিনি৷ তিনদিনের মধ্যে এর জবাব চেয়েছেন৷

মুখ খুলেছেন অভিনেতা দীপ সিধু

মুখ খুলেছেন অভিনেতা দীপ সিধু

এদিকে বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেতা দীপ সিধু৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করে বিভিন্ন সাফাই দিয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি৷ বলেন, 'আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে৷ কিন্তু আমি শুধু আন্দোলনে যোগ দিয়েছিলাম৷ একজন মানুষের পক্ষে লাখ লাখ কৃষকদের উসকানো সম্ভব নয়৷' তিনি আরও বলেন, 'জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্ন হয়নি৷ জাতীয় পতাকার নিচে নিশান সাহিব লাগানো হয়৷ আর লালকেল্লায় প্রবেশ রাগের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই ছিল না৷'

লালকেল্লায় প্রবেশ ও ধর্মীয় পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক

লালকেল্লায় প্রবেশ ও ধর্মীয় পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক

সাধারণতন্ত্র দিবসে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি৷ বিক্ষোভকারীরা লালকেল্লায় ঢুকে পড়ে৷ সেখানে ধর্মীয় পতাকা নিশান সাহিব লাগানো হয়৷ ওড়ানো হয় কৃষক সংগঠনের পতাকাও৷ বাধা দিলে কেল্লার ভিতরেই পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা৷ যদিও লালকেল্লায় প্রবেশ ও ধর্মীয় পতাকা ওড়ানো নিয়ে কৃষক নেতারা পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে দায়ী করেছে৷ তার বিরুদ্ধে কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ এনেছেন অনেকে৷

English summary
FIR against Punjabi actor Deep Sidhu in connection with Red Fort fiasco in Delhi on Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X