For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিদিন ৯৬ জন শিশু যৌন হেনস্থার স্বীকার হয় ভারতে, তালিকার শীর্ষে কোন রাজ্য জানেন কি

সবচেয়ে বেশি সংকট জনক অবস্থায় রয়েছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের আবাসিক শিশুরা।

Google Oneindia Bengali News

শিশুদের যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে ভারতে। গড়ে দিনে ৯৬ জন শিশু যৌন নির্যাতনের স্বীকার হয় ভারতে। ন্যাশনাল ক্যাম্পেন এজেনস্ট টর্চার-এর সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেিশ সংকট জনক অবস্থায় রয়েছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের আবাসিক শিশুরা। শিশু অধিকার রক্ষা নিয়ে রাষ্ট্রপুঞ্জের কনভেনশনের ২০ তম বার্ষিকী উপলক্ষ্যে এই সমীক্ষা করা হয়েছে। শিশু নির্যাতনের তালিকায় শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে অসম।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০১৭ সালের রিপোর্ট বলছে প্রায় ৪,৮৫৭ জন শিশুর ভারতে নিগৃহীত হয়েছে। ৩০,১২৩ জন শিশু যৌন নির্যাতনের স্বীকার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯৬ জন শিশু য়ৌন নিগ্রহের স্বীকার হচ্ছে।

তালিকায় শীর্ষ মধ্য প্রদেশ

তালিকায় শীর্ষ মধ্য প্রদেশ

২০১৭ সালের তালিকায় অনুযায়ী শিশুদের যৌন নির্যাতনের তালিকার শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ(১৬৩৪)। দ্বিতীয় স্থানে রয়েছে অসম(১১২৭), তারপর মহারাষ্ট্র(৩৭৮), ছত্তিশগড়(৩৭০), উত্তর প্রদেশ (২৪৪), পশ্চিমবঙ্গ(২৪৭), তামিলনাড়ু(১৭৯), কেরল(১৭৮), দিল্লি(৯৭), অন্ধ্র প্রদেশ(১২০)

হোমগুলি সবচেয়ে বিপদজ্জনক

হোমগুলি সবচেয়ে বিপদজ্জনক

শিশুদের নিরাপত্তা হোমগুলিতে সবচেয়ে খারপ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্ট। সরকারি হোম গুলিতে অপরাধী শিশুদের সঙ্গেই রাখা হয় বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া শিশুদের। তাতে বিপদ আরও বাড়ে। সেই হোম গুলির নির্যাতনের ঘটনা তেমন প্রকাশ্যেও আসে না। কাজেই েসখানকার ঘটনাবলী নথিভুক্ত করলে শিশু নির্যাতনের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

English summary
Every day 96 children are sexualy harassed in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X