For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর সঙ্গে আলিঙ্গন! আদিত্য ঠাকরেকে গোমূত্রে শোধনের পরামর্শ, শুরু বাকযুদ্ধ

গোমূত্র দিয়ে আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তুলল বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী। প্রসঙ্গত ১১ নভেম্বর নান্দেদে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁকে আলিঙ্গন করেছিলেন আদিত্য ঠাকর

  • |
Google Oneindia Bengali News

গোমূত্র দিয়ে আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তুলল বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী। প্রসঙ্গত ১১ নভেম্বর নান্দেদে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁকে আলিঙ্গন করেছিলেন আদিত্য ঠাকরে। সেই কারণেই এই দাবি।

রাহুলে সঙ্গে আলিঙ্গনে আপত্তি

রাহুলে সঙ্গে আলিঙ্গনে আপত্তি

তবে দাবির সমর্থনের যুক্তি খাঁড়া করেছে বিজেপি ও একনাথ গোষ্ঠীর মন্ত্রী ও বিধায়করা। সেখানে তাঁরা বলেছেন, আদিত্য ঠাকরে এমন একজনের সঙ্গে আলিঙ্গন করেছেন, যিনি বিনয়ক দামোদর সাভারকারের সমালোচনা করেছেন। আদিত্য ঠাকরে গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের দাবি যাঁরা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের একনাথ শিন্ডে গোষ্ঠীর মন্ত্রী দীপক কেসারকর, দলের মুখপাত্র শীতল মাত্রে, কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের মতো অনেকেই।

 হিন্দুত্ব মতাদর্শের পরাজয়

হিন্দুত্ব মতাদর্শের পরাজয়

আদিত্য ঠাকরের শুদ্ধিকরণের দাবি তোলা নেতারা বিষয়টিকে বালাসাহেব ঠাকরের হিন্দুত্ব মতাদর্শের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন। এইসব নেতারা বলেছেন, কোনওভাবেই আদিত্য বালাসাহেবের আশীর্বাদ পাবেন না। প্রসঙ্গত ১৭ নভেম্বর বালাসাহেব ঠাকরের দশম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে।

 একনাথ শিন্ডের শ্রদ্ধা

একনাথ শিন্ডের শ্রদ্ধা

অন্যদিকে বিবাদ এড়াতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবাজি পার্কে বালাসাহেব ঠাকরের স্মৃতিশৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আগেভাগে। তবে তিনি সেই স্থান ছেড়ে যাওয়ার পরেই স্থানীয় বেশ কিছু শিব সৈনিক (উদ্ধব গোষ্ঠীর) সেখানে গোমূত্র ছিটিয়ে দেয়। যা নিয়ে এদিন বাকযুদ্ধ শুরু হয়েছে। উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ন্ত এর সমর্থনে বলেছেন, গদ্দাররা সেখানে যাওয়ায় জায়গার শুদ্ধিকরণ করা হয়েছে।

উদ্ধব ঠাকরের শ্রদ্ধা

উদ্ধব ঠাকরের শ্রদ্ধা

বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) সুপ্রিমো উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রাশিমি, ছেলে আদিত্য এবং পরিবারের অন্য সদস্যরা ছাড়াও দলীয় সাংসদ, বিধায়ক এবং বিপুল সংখ্যাক সমর্থক এদিন বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে গিয়েছিলেন।

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস! একনজরে তাঁর পরিচিতিপশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস! একনজরে তাঁর পরিচিতি

English summary
Due to Hug with Rahul Gandhi, BJP and Eknath Shinde claims cow urine purification of Aditya Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X