For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ডিটিএইচ সার্ভিস অপারেটর বদলান সেটটপ বক্স না পাল্টেই!

Google Oneindia Bengali News

মোবাইলের মতো ডিটিএইচ পরিষেবাতেও পোর্ট্যাবিলিটি চালু করতে উদ্যোগী হল ট্রাই। এর আগে টেলিকম সংস্থার পরিষেবা বদলানোর জন্য সিম না পাল্টানোর নিয়ম এনেছিল ট্রাই। একই রকম ভাবে ডিটিএইচ পরিষেবাতেও সেট টপ বক্স একই রেখে সংস্থা বদলের সুবিধার জন্য উপযুক্ত এসটিবি তৈরির জন্য সুপারিশ করল নিয়ন্ত্রক ট্রাই।

বর্তমানে সেট বটপ বক্সে নিজস্ব ফিচার ব্যাবহৃত

বর্তমানে সেট বটপ বক্সে নিজস্ব ফিচার ব্যাবহৃত

এই মুহুর্তে সব অপারেটারের সেট বটপ বক্সে নিজস্ব ফিচার ব্যাবহার করে থাকে সেই কারনে এখন পোর্ট করা সম্ভবব হচ্ছে না। তবে একবার পোর্টিং অপশান শুরু হলে কেবেল টিভি ও ডিটিএইচ গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন। এর আগে ডিটিএইচ পোর্টেবিলিটির পক্ষে সওয়াল উঠলেও, প্রযুক্তিগত বাধার জন্য তা কার্যকর হয়নি।

সেট টপ বক্স পোর্ট করার চেষ্টায় ট্রাই

সেট টপ বক্স পোর্ট করার চেষ্টায় ট্রাই

বেশ কিছু বছর ধরে সেট টপ বক্স পোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ট্রাই। সমস্যার বড় অংশ সমাধান করতে পাড়লেও কিছু বাণিজ্যিক সমস্যা রয়ে গিয়েছিল। এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।

নতুন এসটিবি তৈরির প্রযুক্তিগত মাপকাঠি নির্ধারণ

নতুন এসটিবি তৈরির প্রযুক্তিগত মাপকাঠি নির্ধারণ

এদিন এই বিষয়ে ট্রাইয়ের অ্যাডভাইজার অনিল ভরদ্বাজ শনিবার দিল্লি থেকে জানান, এ ধরনের এসটিবি তৈরির প্রযুক্তিগত মাপকাঠি নির্ধারণ ও আইনি সংশোধন করার জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে পদক্ষেপ করতে বলা হয়েছে।

সেট-টপ বক্স বদল না করে ডিটিএইচ অপারেটার বদলনো সম্ভব

সেট-টপ বক্স বদল না করে ডিটিএইচ অপারেটার বদলনো সম্ভব

জানা গিয়েছে, মন্ত্রকের বিজ্ঞপ্তির পরে নতুন এসটিবি ব্যবহারের জন্য মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও) এবং ডিটিএইচ সংস্থাগুলি ছয় মাস সময় পাবে। আর এরপরই সেট-টপ বক্স বদল না করে কেবেল টিভি বা ডিটিএইচ অপারেটার বদলনো সম্ভব।

English summary
dth portability to start as trai issues order to build new set top boxes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X