For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে কোন কোন চমক দিতে চলেছে জিও, জেনে নিন আগে থেকেই

২০১৮ সাল রিলায়েন্স জিও-র জন্য দারুণ কেটেছে। নতুন নতুন মাইলফলক ছুঁয়েছে সংস্থা।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সাল রিলায়েন্স জিও-র জন্য দারুণ কেটেছে। নতুন নতুন মাইলফলক ছুঁয়েছে সংস্থা। ইতিমধ্যে গ্রাহক ২৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। বাকীদের ঘুম ছুটিয়ে এগিয়ে চলেছে জিও। নতুন বছরেও একগাদা নতুন পরিকল্পনা রয়েছে সংস্থার। ২০১৯ সালে জিও টেলিকম দুনিয়ায় আর কী পরিবর্তন আনবে? কী কী পরিষেবা গ্রাহক নতুন করে পেতে পারেন, তা দেখে নেওয়া যাক একনজরে।

জিও গিগা ফাইবার

জিও গিগা ফাইবার

এবছরে সংস্থার বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জিও গিগাফাইবার ব্রডব্যান্ড পরিষেবার ঘোষণা করেন। আগামী মার্চ মাস থেকে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। এতে ১ জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে। সারা দেশে ১১০০টি শহরে শুরু হবে জিও গিগাফাইবার পরিষেবা।

জিও গিগা টিভি

জিও গিগা টিভি

জিও গিগাফাইবার এর সঙ্গেই আনা হবে গিগা টিভি। গ্রাহকরা ৪কে রেজোলিউশনের টিভি চ্যানেল পাবেন। এছাড়া পাবেন ভিডিও কলিংয়ের সুবিধা। এর ফলে ভারতের ডিশ টিভির বাজারে জিও নতুন করে আধিপত্য কায়েম করতে চলেছে।

জিও ফোন ৩

জিও ফোন ৩

জিও ফোনের আগের দুটি ভার্সন ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। নতুন বছরে বাজারে আনা হবে জিও ফোন ৩। এটাও সমান জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

কম দামে বড় স্ক্রিনের ফোন

কম দামে বড় স্ক্রিনের ফোন

কম দামে বড় স্ক্রিনের স্মার্টফোন বাজারে আনতে চলেছে জিও। নতুন পার্টনারকে সঙ্গে নিয়ে জিও কম বাজেটে বড় স্ক্রিনের স্মার্টফোন ভারতীয় বাজারের জন্য আনতে চলেছে।

কনটেন্ট টাই আপ

কনটেন্ট টাই আপ

কনটেন্ট বাজারে আরও অনেক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিও কাজ করতে চলেছে। আরও বেশি কনটেন্ট জিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

জিও ৫জি

জিও ৫জি

জিও-র ৪জি নেটওয়ার্ক আগামিদিনে ৫জিতে বদলে যেতে চলেছে। জিওর এলটিই নেটওয়ার্কেই ৫জি কাজ করবে। এজন্য সারা দেশে অপ্টিক্যাল ফাইবারের কাজ চলছে।

English summary
Do you know what Reliance Jio can offer you in New Year 2019, see in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X