For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক-অধিকৃত-কাশ্মীর সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হলেও অনুপ্রবেশকারী রুখতে তৈরি ভারত

পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের মুক্তাঞ্চল হলেও পকিস্তান সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে আর সক্ষম হবে না।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের মুক্তাঞ্চল হলেও পকিস্তান সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে আর সক্ষম হবে না। পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা এই প্রচেষ্টা জারি থাকলেও ভারত তা কড়া হাতে মোকাবিলা করতে প্রস্তুত আছে। সেনাবাহিনীর এক সিনিয়র কমান্ডার জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কড়া জবাব দিতে তারা প্রস্তুত।

কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশকারী রুখতে তৈরি ভারত

কাশ্মীর-ভিত্তিক এক্সভি কর্পসের স্ট্র্যাটেজিক কমান্ডের নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল কনওয়াল জিৎ সিং ধীলন আত্মবিশ্বাসী যে পাকিস্তান উপত্যকার মধ্যে সন্ত্রাসীদের প্রবেশ করাতে এবং বিরাজমান শান্তিকে বিঘ্নিত করার প্রয়াসে সফল হতে পারবে না। এদিনই কাশ্মীরের ত্রালে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

তিনি বলেন, কাশ্মীর উপত্যকায় শান্তি বজায় রাখতে সুরক্ষা বাহিনী প্রস্তুত আছে। তারা নাগরিক সমাজের পরামর্শদাতা-সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে চলছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীলন গত বছরের ফেব্রুয়ারিতে স্ট্র্যাটেজিক কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন। এবার তিনি দিল্লির সেনা সদর দফতরে এক পদে যোগ দেবেন।

তাঁর কার্যভারটি একটি চ্যালেঞ্জিং নোটে শুরু হয়েছিল। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা বাহিনীকে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হয়েছিলেন।

রাজপুতনা রাইফেলসের লেফটেন্যান্ট জেনারেল ধীলন তখনও তাঁর নতুন ভূমিকায় সুষ্ঠুভাবে স্থিত হননি। পুলওয়ামা-কাণ্ডের পর তিনি কড়া হাতে তা মোকাবিলা করেছিলেন। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর তখন পরিস্থিতি দিন দিন উত্তাল হয়ে উঠছিল। সেই পরিস্থিতিতে আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছিলেন তিনি।

English summary
Lieutenant General Kanwal Jeet Singh Dhillon is confident that Pakistan will not succeed in pushing the terrorists in the Valley.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X