For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোটে আত্মঘাতী পাক জঙ্গি হানার খুঁটিনাটি জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পাঠানকোট, ২ জানুয়ারি : গুরুদাসপুরে হামলার ঠিক কয়েকমাসের মধ্যেই সেই পাঞ্জাবেরই পাঠানকোটে হামলা চালাল পাকিস্তান থেক সীমান্ত পেরিয়ে এদেশে আসা জঙ্গিরা।

পাকিস্তান থেকে জঙ্গিদের একটি দল ভারতে ঢুকেছে এবং নতুন বছরের শুরুতেই তারা হামলা চালাতে পারে। এমন কথা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সারা দেশে সতর্কতা অবলম্বনও করা হয়েছিল। তবুও হামলা ঠেকানো গেল না। নিচে দেখে নিন পাক জঙ্গি হামলা সম্পর্কে বিস্তারিত নানা তথ্য একনজরে।

বিমানঘাঁটিতে জঙ্গি হামলা

বিমানঘাঁটিতে জঙ্গি হামলা

পাঠানকোটে যে সেনা বিমানঘাঁটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে তা ভারত-পাক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে। সেনার বেশে পাক জঙ্গিরা এদিন হামলা চালায় বলে জানা গিয়েছে।

ভোর ৩টে নাগাদ হামলা

ভোর ৩টে নাগাদ হামলা

এদিন ভোরে ৩টে নাগাদ হামলা চালানো হয়। এরপর টানা বেশ কয়েকঘণ্টা সেনা জঙ্গি লড়াই চলেছে। বিমান ঘাঁটির যেখানে হামলা চালানো হয়, সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা ছিল।

গাড়ি ছিনিয়ে হামলা

গাড়ি ছিনিয়ে হামলা

সূত্রের খবর, যে গাড়িতে করে এসে জঙ্গিরা হামলা চালায়, সেটি গুরুদাসপুরের পুলিশ সুপারিনটেনডেন্টের ছিল। শুক্রবার সেটিকে ছিনিয়ে নেওয়া হয়। সেইসময়ও জঙ্গিরা সেনার বেশে ছিল।

হামলার আগে পাকিস্তানে ফোন

হামলার আগে পাকিস্তানে ফোন

হামলা চালানোর আগে জঙ্গিরা পাকিস্তানে ফোন করেছিল বলে জানা গিয়েছে। সেটা জানতে পেরেই গোয়েন্দারা বিমান ঘাঁটিতে খবর দিলে জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়। তবে হামলা ঠেকানো যায়নি।

পিছনে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী

পিছনে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী

এই আত্মঘাতী জঙ্গি হামলার পিছনে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জঙ্গিরা পাকিস্তানের ভাওয়ালপুর এলাকার

জঙ্গিরা পাকিস্তানের ভাওয়ালপুর এলাকার

সূত্রের খবর, আত্মঘাতী জঙ্গিরা সম্ভবত পাকিস্তানের ভাওয়ালপুর এলাকা থেকে হামলার লক্ষ্যে এসেছিল। এদের প্রধান উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিটিকে ধ্বংস করে দেওয়া।

হেলিকপ্টারে করে এলাকায় নজরদারি

হেলিকপ্টারে করে এলাকায় নজরদারি

জঙ্গি হানার ঘটনা সামনে আসার পরই ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে সাহায্যের জন্য ডাকা হয়। হেলিকপ্টারে করে এলাকায় নজরদারি শুরু হয়।

পাঞ্জাব জুড়ে লাল সতর্কতা

পাঞ্জাব জুড়ে লাল সতর্কতা

এরপরই গোটা পাঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এমনকী জম্মু-পাঠানকোট হাইওয়েও সিল করে দেওয়া হয়েছে। প্রতিটি রাস্তায় জোর তল্লাশি চলছে।

জম্মু ও কাশ্মীরের সেনাদেরও তৈরি থাকতে বলা হয়েছে

জম্মু ও কাশ্মীরের সেনাদেরও তৈরি থাকতে বলা হয়েছে

এনএসজি, সেনা এমনকী জম্মু ও কাশ্মীরের সেনাদেরও তৈরি থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদেরও ডেকে নেওয়া হবে।

ছয় মাস আগে গুরুদাসপুরে হামলা

ছয় মাস আগে গুরুদাসপুরে হামলা

ঠিক ছয় মাস আগে পাঞ্জাবেরই গুরুদাসপুরে দিনানগরে একে৪৭ রাইফেল হাতে প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে হামলা চালায় পাক জঙ্গিরা। ১২ ঘণ্টার টানা লড়াইয়ের পরে জঙ্গিদের নিকেশ করা সম্ভব হয়।

English summary
Developments of Pathakot terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X