For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও শবরীমালায় ঢুকতে বাধা পেল ১২ বছরের মেয়ে

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও শবরীমালায় ঢুকতে বাধা পেল ১২ বছরের মেয়ে

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মঙ্গলবার শবরীমালা মন্দিরে ঢুকতে পুলিশ বাধা দিল ১২ বছরের এক কিশোরীকে। তার পরিবারের অন্য সদস্যদের মন্দিরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। পুলিশের সঙ্গে কাঁদতে কাঁদতে ছোট মেয়েটিকে বেস ক্যাম্পে ফিরে আসতে দেখা যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও শবরীমালায় ঢুকতে বাধা পেল ১২ বছরের মেয়ে


সম্প্রতি সুপ্রিম কোর্ট ২০১৮ সালের রায়ের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনকে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পুর্নবিবেচনার জন্য পাঠিয়েছে। শনিবারই প্রথম দিনে শবরীমালা মন্দির খোলার পরই ১০ জন মহিলাকে আটকায় পুলিশ। তাঁরা মন্দিরে প্রবেশের চেষ্টা করছিল। সোমবারও দু’‌জন মহিলাকে আটকানো হয়। মঙ্গলবার ফের কেরল পুলিশ ১২ বছরের মেয়েকে মন্দিরে ঢুকতে বাধা দেয়। সে তাঁর পরিবারের সঙ্গে মন্দির দর্শনের জন্য পুদুচেরি থেকে এসেছিল।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ওই মেয়েটি তার বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শবরীমালায় ঢুকতে যায়। কিন্তু প্রবেশমুখেই তাকে আটকে দেওয়া হয় এবং বয়সের প্রমাণপত্র দেখতে চাওয়া হয়। ওই মেয়েটি সহ পরিবারের অন্যদের আধার কার্ড যাচাই করার পর পুলিশ জানায় যে মেয়েটি মন্দিরে প্রবেশ করতে পারবে না। পরিবারের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও মেয়েটিকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তাকে নিয়ে গিয়ে অন্য ঘরে বসানো হয়। তার পরিবার ট্রেক করে শবরীমালা মন্দির দর্শনের পরই পরিবারের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে।

গ্রামীণ ভারতে অর্ধেকের কম অন্তঃসত্ত্বা মহিলারা পুষ্টিকর খাদ্য খান, বলছে সমীক্ষাগ্রামীণ ভারতে অর্ধেকের কম অন্তঃসত্ত্বা মহিলারা পুষ্টিকর খাদ্য খান, বলছে সমীক্ষা

English summary
despite supreme court order karala police stopped 12 years girl to enter sabalimala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X