For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই কী ডেকে আনবে থার্ড ওয়েভ, প্রমাদ গুণছেন গবেষকরা

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই কী ডেকে আনবে থার্ড ওয়েভ, প্রমাদ গুণছেন গবেষকরা

Google Oneindia Bengali News

সেকেন্ড ওয়েভে গত প্রায়, শিয়রে থার্ড ওয়েভ। এরই মধ্যে আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। গবেষকরা মনে করছেন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই ডেকে আনবে করোনার থার্ড ওয়েভ। কারণ ভয়ঙ্কর এই করোনা ভাইরাসের সংক্রমণ। আলফা ভ্যারিয়েন্টের থেকে ৬০ গুণ বেশি সংক্রামক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ভারতের একাধিক জায়গায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। সেটাই ভাবিয়ে তুলেছে গবেষকদের।

কমছে করোনা সংক্রমণ

কমছে করোনা সংক্রমণ

গোটা দেশে কমছে করোনা সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। করোর সংক্রমণের সঙ্গে সঙ্গে করোনার দৈনিক মৃত্যুও অনেকটাই কমেছে। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে খুলে গিয়েছে দোকান-বাজার শপিং মল।

ডেল্টা ভাইরাসের সংক্রমণ

ডেল্টা ভাইরাসের সংক্রমণ

করোনার সেকেন্ড ওয়েভে কমতে শুরু করলেও উদ্বেগ বাড়িয়েছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তারমধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২২ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এছাড়াও কেরল , মধ্যপ্রদেশেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। মহারাষ্ট্রের রত্নগিরিতে এবং জলগাঁওয়ে। কেরলের পালাক্কাড ও পাথানামিত্থিট্টায় আর মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরীতে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।

ডেল্টা প্লাস থেকেই থার্ড ওয়েেভ

ডেল্টা প্লাস থেকেই থার্ড ওয়েেভ

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ডের হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন আশঙ্কার মেঘ দেখছেন গবেষকরা। তাঁরা মনে করছেন হয়তো এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট থেকেই করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়বে ভারতে। ইতিমধ্যেই থার্ড ওয়েভ নিেয় মহারাষ্ট্রকে সতর্ক করেছে টাস্ক ফোর্স। আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশে করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়বে।

উদ্বেগে বিশ্বস্বাস্থ্য সংস্থাও

উদ্বেগে বিশ্বস্বাস্থ্য সংস্থাও

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেেগ বিশ্বস্বাস্থ্য সংস্থাও। এর আগে এই ভ্যারিেয়ন্ট ব্রিটেন, আমেরিকা, পর্তুগাল, জাপান, পোল্যান্ড, রাশিয়া এবং চিনেও দেখা গিয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখে চলেছে স্বাস্থ্যমন্ত্রক।

English summary
Delta plus Varient may start coronavirus 3rd wave in Inidia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X