For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটায় সবাইকে টেক্কা দিল দিল্লি

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৭ অক্টোবর : মাত্র কয়েকদিন হল ই-কমার্স কোম্পানিগুলি উৎসবের মরশুমে বিরাট সেল শুরু করেছে। আর এক্ষেত্রে হিসাব বলছে, দেশের অন্য বড় রাজ্যগুলিকে টেক্কা দিয়ে অনলাইন কেনাকাটায় সবার উপরে জায়গা করে নিয়েছে রাজধানী দিল্লি। [ফ্লিপকার্ট, আমাজন বন্ধ হোক, চায় স্বদেশি জাগরণ মঞ্চ]

ইন্ডাস্ট্রি লবি অ্যাসোচেমের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এমনি সময়ের চেয়ে অনলাইন কেনাকাটায় ৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে এই উৎসবের মরশুমে।

উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটায় সবাইকে টেক্কা দিল দিল্লি

আহমেদাবাদ, মুম্বই, দিল্লি-এনসিআর, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতা শহরের উপরে সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই সকলকে ছাড়িয়ে প্রথম স্থান দখল করেছে দিল্লি।

রিপোর্ট বলছে, দিল্লিতে ৮২ শতাংশ মানুষ অনলাইন কেনাকাটা পছন্দ করছেন। এরপর রয়েছে মুম্বই (৮০.৫ শতাংশ), আহমেদাবাদ (৭৮ শতাংশ) ও ব্যাঙ্গালোর (৭৫ শতাংশ)।

রিপোর্ট অনুযায়ী ২০০৯ সালে যেখানে অনলাইন সংস্থাগুলির ব্যবসার বহর ছিল ২৫০ কোটি মার্কিন ডলার, সেখানে ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ কোটি মার্কিন ডলারে। এমনকী ২০২৩ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ৫৬০০ কোটি মার্কিন ডলারে।

শুধু মেট্রো শহরগুলিই নয়, গুরগাঁও, চণ্ডীগড়, নাগপুর, ইন্দোর, কোয়েম্বাটুর, জয়পুর, বিশাখাপত্তনমের মতো শহরেও ১২০ শতাংশে বৃদ্ধি পেয়েছে অনলাইন কেনাকাটা।

English summary
Delhi records 88.5 per cent surge in festive online sales
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X