For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের জন্য সব থেকে বিপজ্জনক দিল্লি, দেশের নিরাপদতম কলকাতা! রিপোর্ট এনসিআরবির

দেশে মহিলাদের (Women) জন্য সব থেকে অনিরাপদ মেট্রোপলিটন শহর হল দিল্লি (Delhi)। সেখানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা অনেকটাই বেড়েছে। এনসিআরবির (NCRB) সর্বশেষ প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছ

  • |
Google Oneindia Bengali News

দেশে মহিলাদের (Women) জন্য সব থেকে অনিরাপদ মেট্রোপলিটন শহর হল দিল্লি (Delhi)। সেখানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা অনেকটাই বেড়েছে। এনসিআরবির (NCRB) সর্বশেষ প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছরে জাতীয় রাজধানীতে প্রতিদিন গড়ে দুজন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। এক্ষেত্রে নিরাপদতম হল কলকাতা (Kolkata) ।

দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে

দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে

২০২০-র তুলনায় ২০২১-এ দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাদের ঘটনা বেড়েছে। ২০২০ সালে মহিলাদের ওপরে হিংসার ঘটনা ছিল ৯৭৮২ টি। ২০২১-এ তা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩, ৮৯২ টি।
ন্যাশনাল ক্রাইন রেকর্ড ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে, গেশের ১৯ টি মেট্রোপলিটান শহরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার ৩২.২০ শতাংশই দিল্লির।

দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা সর্বাধিক

দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা সর্বাধিক

দেশের রাজধানী দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সর্বাধিক। সেখানে ৩৯৪৮ টি অপহরণ, ৪৬৭৪ টি স্বামীর নিষ্ঠুরতা এবং ৮৩৩ টি কন্যা শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে। এটা উল্লেখ করা প্রয়োজন তালিকায় যেসব মেট্রোপলিটন শহর রয়েছে, তার মধ্যে দিল্লির জনসংখ্যা সব থেকে বেশি। দিল্লিতে ২ কোটির ওপরে লোক বসবাস করেন।
রাজধানীতে ২০২১-এ যৌতুক সংক্রান্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে ১৩৬ টি। যা ১৯ টি মেট্রোপলিটান শহরের ৩৬.২৬ শতাংশ। গত বছরে দিল্লিতে শ্লীলতাহানি সংক্রান্ত নথিভুক্ত অভিযোগের সংখ্যা ২০২২ টি।

দিল্লির পরেই মুম্বই, বেঙ্গালুরু

দিল্লির পরেই মুম্বই, বেঙ্গালুরু

দিল্লির পরেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেশি ঘটেছে দেশের আর্থিক রাজধানী মুম্বইতে। ২০২১-এ সেখানে এই ধরনের ৫,৫৪৩ টি ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুতে ঘটেছে ৩১২৭ টি ঘটনা। মুম্বই এবং বেঙ্গালুরুতে ১৯ টি মেট্রোপলিটান শহরের মহিলাদের বিরুদ্ধে অপরাধের যথাক্রমে ১২.৭৬ শতাংশ এবং ৭.২ শতাংশ ঘটনা ঘটেছে। ২০২১-এ ১৯ টি মেট্রোপলিটান শহরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ছিল ৪৩,৪১৪ টি।

নিরাপদতম কলকাতা

নিরাপদতম কলকাতা

ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, মেট্রোপলিয়ান শহরগুলির মধ্যে কলকাতায় অপরাধের হার সব থেকে কম। প্রতিলক্ষ জনসংখ্যায় যেখানে দিল্লিতে অপরাধের হরা ১৭৭১.৭, সেখানে কলকাতায় মাত্র ৯২.৬। কলকাতার তুলনায় দিল্লিতে অপরাধ বেশি ১৯ গুণ। বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ৩৪৫.৯, মোদীর রাজ্য গুজরাতের আহমেদাবাদে ৩৮৮.৩, উত্তর প্রদেশের লখনৌতে ৪৮৮.৪, রাজস্থানের জয়পুরে ৭৫৯.৫, তামিলনাড়ুর চেন্নাইয়ে ৫২৯.৯ এবং তেলেঙ্গানার হায়দরাবাদে ২৩১.৭।
গত বছরে কলকাতায় যেখানে ৪৫ টি খুনের ঘটনা ঘটেছে, সেখানে দিল্লিতেত ৪৭২, মুম্বইয়ে ১৬৪, লখনৌতে ১০৪ জন খুন হয়েছেন। পণের জন্য বধূহত্যার ঘটনাও অন্য শহরের থেকে কলকাতায় কম। পঞ্জাবে অপরাধ কমলেও, সেখানে শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে।

প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত ৩ মন্ত্রী-সহ ৬ সাংসদ! জবাব তলব বিজেপি নেতৃত্বেরপ্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত ৩ মন্ত্রী-সহ ৬ সাংসদ! জবাব তলব বিজেপি নেতৃত্বের

English summary
Delhi is the most dangerous for women, Kolkata is the safest, Reports NCRB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X