For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুদের ক্ষতি করতে ষড়যন্ত্র করা হয়েছিল, দিল্লির দাঙ্গায় প্রাক্তন আপ বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন

হিন্দুদের ক্ষতি করতে ষড়যন্ত্র করা হয়েছিল, দিল্লির দাঙ্গায় প্রাক্তন আপ বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন

Google Oneindia Bengali News

দিল্লির একটি আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন এবং তাঁর ভাই শাহ আলম ২০২০ সালে উত্তর-পূ্র্ব দিল্লিতে দাঙ্গার সময় হিন্দুদের হত্যা ও তাঁদের ক্ষতি করার ষড়যন্ত্র করেছিলেন। তাহির হুসেন এবং তাঁর ভাই শাহ আলমের ষড়যন্ত্রেই অজয় ঝা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

সচেতনভাবেই জনতার উদ্দেশে গুলি চালানো হয়েছে

সচেতনভাবেই জনতার উদ্দেশে গুলি চালানো হয়েছে

বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা বিচারক পুলস্ত্য প্রমাচালা আপের প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন ও তাঁর ভাই শাহ আলম, গুলফাম, তানভির মালিক, নাজিম ও কাসিমের বিরুদ্ধে আইপিসি ১৪৭, ১৪৮, ১৫৩এ, ৩০২, ৩০৭, ১২০বি, ১৫৩এ, ১৪৯ ধারায় চার্জ গঠন করেছেন। অভিযুক্ত গুলফাম ও তানভির মালিকের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৭ ধারায় অতিরিক্ত চার্জ গঠন করা হয়েছে। আদালত জানিয়েছে, অন্যদের ওপর নির্বাচারে গুলি চালানো এটাই ইঙ্গিত করে সাধারণ মানুষ এমনকী হিন্দুদের সচেতনভাবে হত্যা করতে চেয়েছিল অভিযুক্তরা। তাই অভিযুক্তরা যে সমাবেশ করেছিল তা বেআইনি। জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সেই বৈঠক হয়েছিল বলেও আদালতের তরফে জানানো হয়। সাক্ষী ষড়যন্ত্রের বিষয়ে কিছু না জেনেই সেখানে উপস্থিত হয়েছিল বলে আদালত জানিয়েছে।

দাঙ্গার সময় ভুক্তভুগীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন

দাঙ্গার সময় ভুক্তভুগীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন

বিচারক পুলস্ত্য প্রমাচালা বলেন, একথা ভুলে গেলে চলবে না যে সেই সময় দিল্লির একাংশে দাঙ্গা চলছিল। দাঙ্গা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল দিল্লি পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। তাই পুলিশের প্রধান লক্ষ্য ছিল, যেভাবেই হোক দাঙ্গা নিয়ন্ত্রণে আনা। আতঙ্কের সময় সব কিছু সঠিকভাবে ঘটবে, পরিকল্পনা অনুযায়ী হবে, তা ভাবা ভুল। তাই দাঙ্গার সময় হওয়া প্রতিটি অপ্রীতিকর ঘটনার তদন্ত হওয়া উচিত। অজয় ঝা দেরিতে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার পরেই তিনি পুলিশের দ্বারস্থ হননি। এই প্রসঙ্গে আদালতের তরফে বলা হয়েছে, দাঙ্গার সময় ভুক্তোভোগী বা অভিযুক্তরা কারও বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস পাননি। সেই সময় তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন।

অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন

অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন

আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, অভিযুক্তরা নির্বিচারে জনতার উদ্দেশে গুলি চালিয়েছিলেন। সেই সময় অনেকেই আহত হয়েছিলেন। তারমধ্যে অজয় ঝাঁ অন্যতম। তবে বিচারক নির্দিষ্ট প্রমাণের অধীনে আইপিসির ৫০৫ ও ৪৩৬ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন অভিযুক্তদের। এই প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, অভিযোগকারী ঘটনার অনেক পরে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশে তিনি দেরিতে অভিযোগ দায়ের করেছেন বলে আইনজীবী দাবি করেন। যদিও সেই দাবি বিচারক প্রত্যাখ্যান করেছেন।

অভিযোগকারীর দাবি

অভিযোগকারীর দাবি

২০২০ সালে ফেব্রুয়ারি মাসে দিল্লির চাঁদবাগ এলাকায় অজয় ঝা গুলিবিদ্ধ হন। সুশ্রুত ট্রমা সেন্টারে তাঁর চিকিৎসা হয়। তিনি দয়ালপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে অজয় ঝা জানিয়েছেন, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি তাহির হুসেনের বাড়ি পৌঁচেছিলেন। তিনি ছাদে উপস্থিত বেশ কয়েকজনকে পার্শ্ববর্তী বাড়িগুলোতে গুলি ছুঁড়তে দেখেছিলেন। এমনকী তাঁরা পাথরও ছুঁড়েছিলেন।

'ব্রিটিশ শাসনেও খাবারের ওপর কর বসেনি,’ প্যাকেটজাত পরোটায় ১৮ শতাংশ জিএসটিতে প্রতিক্রিয়া কেজরিওয়ালের'ব্রিটিশ শাসনেও খাবারের ওপর কর বসেনি,’ প্যাকেটজাত পরোটায় ১৮ শতাংশ জিএসটিতে প্রতিক্রিয়া কেজরিওয়ালের

English summary
On Delhi riot case a court frames charges against former AAP councillor Tahir Hussain and five others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X