For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নির্বাচনে জয় আভাসের পরেও 'হতবাক', কারণ জানালেন কেজরিওয়াল

দিল্লির নির্বাচনে জয় আভাসের পরেও 'হতবাক', কারণ জানালেন কেজরিওয়াল

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের পরে সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই তাঁর তৃতীয়বারের জন্য ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে। যদিও এরই মধ্যে নির্বাচন কমিশনের কাজ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। রবিবার তিনি দিল্লি বিধানসভা ভোটদানের চূড়ান্ত হার, না জানাতে পারার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ঘটনাটি হতবাক করেছে তাঁকে।

কেজরিওয়ালের প্রশ্ন

নির্বাচন কমিশন ভোটদানের চূড়ান্ত হার রবিবারেও প্রকাশ করতে না পারায় প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর প্রশ্ন কী করছে নির্বাচন কমিশন। এই ঘটনা তাঁকে আঘাত করেছে বলেও মন্তব্য করেছেনে কেজরিওয়াল।

নির্বাচন কমিশনের শেষ দেওয়া ভোটের হার ৬১.৪৬%

নির্বাচন কমিশনের শেষ দেওয়া ভোটের হার ৬১.৪৬%

নির্বাচন কমিশন শেষবারের মতো শনিবার ভোটের হার প্রপকাশ করেছিল। তখন জানানো হয়েছিল ৬১.৪৬ % ভোট পড়েছে। শনিবার সন্ধে ছটায় শেষ হয় ভোটদান। সকালের দিকে ভোটদানের হার কম থাকলেও, বেলার দিকে তা বাড়ে।

প্রশ্ন তোলা হয়েছে আপের তরফ থেকে

সিনিয়র আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেছেন, এবারই হয়তো দেশের ইতিহাসে প্রথমবার যখন নির্বাচন কমিশন ভোট শেষ হওয়ার পর ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করল না।

এবারের নির্বাচনে ২৪ জন নতুন মুখ আপ-এর

এবারের নির্বাচনে ২৪ জন নতুন মুখ আপ-এর

শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার গণনা। এবারের নির্বাচনে আপ ২৪ জন নতুন মুখকে দাঁড় করিয়েছে।

English summary
Delay on release of Final Voter turnout from EC on Delhi Assembly Election is absolutely shocking, says Kejriwal. He questions what is doing EC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X