For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পাশে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ, আম্ফান নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

কোনওরকম ভাবেই আম্ফান পরবর্তী পরিস্থিতিতে বাংলার কোনও ক্ষতি দেবে না কেন্দ্র সরকার। কতকটা এই বার্তা নিয়েই এদিন আম্ফান পরবর্তী পরিস্থিতি নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। আম্ফান ধএয়ে আসার আগেই ওড়িশা ও বাংলাকে সাবধানতা অবলম্বন করার বার্তা দিয়েছিলেন মোদী। সবরকমের ব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখতে দফায় দফায় বৈঠকও করেছিলেন। তবে প্রকৃতির কাছে হার মেনেছে মানব সভ্য়তা।

প্রধানমন্ত্রী মোদীর টুইটবার্তা

প্রধানমন্ত্রী মোদীর টুইটবার্তা

এদিন এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'আমি আম্ফানের জেরে বাংলায় ক্ষয়খতির পরিমাণ দেখেছি ছবি ও ভিডিওতে। এই চ্যালেঞ্জিং সময়ে গোটা দেশ বাংলার পাশে দাঁড়িয়ে। আমি সেরাজ্যের প্রতিটি মানুষের জন্য ভালো কামনা করছি। খুব জলদি যাতে সেখানে সব স্বাভাবিক হয়ে যায়।'

রাজ্য সরকারের সঙ্গে সমন্ময় রেখে কাজ

রাজ্য সরকারের সঙ্গে সমন্ময় রেখে কাজ

পাশাপাশি এদিন তিনি এনডিআরএফ-এর কাজ নিয়েও টুইট করেনষ তিনি লেখেন, 'এনডিআরএফ-এর উচ্চপদস্থ সব কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মিলে তারা কাজ করছেন। কোনও কাজে ঢিলেমি দেওয়া যাবে না। আমরা সব ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসব।'

আম্ফানের তাণ্ডবে ডুবেছে কলকাতা বিমানবন্দর

আম্ফানের তাণ্ডবে ডুবেছে কলকাতা বিমানবন্দর

আম্ফানের তাণ্ডবে কলকাতা বিমানবন্দর সহ গোটা সহর প্রায় দুমরে গিয়েছে। জলমগ্ন কলকাতা বিমানবন্দর৷ ঘূর্ণিঝড় আম্ফানের জেরে বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়৷ গতকাল ঝড়ের সময় প্রিপেড ট্যাক্সি বুথ ছিটকে পড়ে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড৷ পাশাপাশি বিমানবন্দরের সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে বিমানবন্দরের মূল অংশে ঝড়ের খুব একটা প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ হয়েছে

গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ হয়েছে

এদিকে শুধু বিমানবন্দর নয়, গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়ে গিয়েছে আমফান৷ যেদিকেই চোখ যায়, সাইক্লোনের তীব্রতা যে কত ছিল তা দেখা পাওয়া যাবে৷ গাছ পড়েছে, রাস্ত বন্ধ, ভেঙে পড়েছে হোর্ডিং, সিগন্যাল পোস্ট৷ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতচিহ্ন৷

রাজ্যে মৃত্যু ১৩ জনের

রাজ্যে মৃত্যু ১৩ জনের

কলকাতায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে৷ গোটা রাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর লন্ডভন্ড হয়ে গেছে আমফানের দাপটে৷ উত্তর ২৪ পরগনায় দু'জনের মৃত্যু হয়েছে৷ পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানার মুখবেড়িয়া গ্রামের ছবি শিটের মৃত্যু হয়েছে৷ ঝড়ের সময় তাঁর বাড়ির উপর গাছ ভেঙে পড়ে৷ তাঁর ছেলেও আহত হয়েছেন৷

<strong>আম্ফান তাণ্ডবে ডুবে গেল কলকাতা বিমানবন্দর! রানওয়েতে জমে জল, দেখুন ভিডিও</strong>আম্ফান তাণ্ডবে ডুবে গেল কলকাতা বিমানবন্দর! রানওয়েতে জমে জল, দেখুন ভিডিও

English summary
cyclone amphan update, pm modi tweets saying nation stands with bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X