For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃতের সংখ্যায় লাগাম টানতে দেশব্যাপী চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল দেবী শেট্টির

করোনায় মৃতের সংখ্যায় লাগাম টানতে দেশব্যাপী চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল দেবী শেট্টির

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৯ হাজারের গণ্ডি পার করেছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ২১ হাজার ১৬১ জনের। একইসাথে দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৮১ জন। যদিও কয়েক সপ্তাহে আগের থেকে আরও কিছুটা বেড়েছে মৃত্যুহার। এমতাবস্থায় করোনায় মৃতের সংখ্যায় লাগাম টানতে ডাক্তারের সংখ্যা বাড়ানোর উপর জোর দিলেন ডা: দেবী শেট্টি।

করোনায় মৃতের সংখ্যায় লাগাম টানতে দেশব্যাপী চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল দেবী শেট্টির

পাশাপাশি প্রাথমিক পর্যায়ে করোনা রোধের ক্ষেত্রে কেন্দ্রের লকডাউনের সিদ্ধান্তকেও এদিন স্বাগত জানাতে দেখা যায় বেঙ্গালুরুর নারায়ণ হেলথের চেয়ারম্যানকে। পাশাপাশি গোটা দেশেই করোনা প্রতিরোধে সরকারের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গুলিকেও সাধুবাদ জানাতে দেখা যায় তাকে। লকডাউনের প্রথম দুই মাসে যেভাবে সরকারে ১০০টিরও বেশি পিপিই প্রস্ততকারক সংস্থাকে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য মাঠে নামাতে পেরেছে তারও প্রশংসা করতে দেখা যায় তাকে। এটা সম্ভব না হলে আরও বেশি পরিমাণে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা করোনা আক্রান্ত হতে পারতো বলে মত দেবী শেট্টির।

এদিন সংবাদমাধ্যমের একটি বিশেষ সাক্ষাৎকারে গোটা দেশে করোনায় মৃতের সংখ্যা কমাতে এদিন তাকে আরও বেশি সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নিয়োগের উপর জোর দেওয়ার কথা বলতে দেখা যায় তাকে। এখনও ৫০ হাজারের বেশি ডাক্তার দেড় থেকে দুই লক্ষ নার্স নিয়োগ করলে করোনা পরিস্থিতি অনেকটাই কমবে বলে মত তার। পাশাপাশি লাগাম টানা যাবে মৃতের সংখ্যা। তিনি এও জানান বর্তমানে দেশে প্রায় ২৫ হাজার ডাক্তারি পড়ুয়া রয়েছেন যারা এই ক্ষেত্রে কোনও না কোনও স্পেশাল ডিগ্রি করছেন। এদের অনেকেই অন্তিম বর্ষের ছাত্র। এদেরকেও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জেলা হাসপাতাল গুলিতে পাঠানোর কথা বলতে দেখা যায় দেবী শেট্টীকে।

করোনা ভাইরাসের গণ-ভ্যাকসিন তৈরিতে মুখ্য ভূমিকা নেবে ভারত, বিশ্বাস বন্ধু দেশেরকরোনা ভাইরাসের গণ-ভ্যাকসিন তৈরিতে মুখ্য ভূমিকা নেবে ভারত, বিশ্বাস বন্ধু দেশের

English summary
Devi Shetty insists on increasing the number of doctors to reduce the number of deaths in Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X