For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Congress on Hate Speech: প্রজ্ঞা সিং ঠাকুরের 'হেট স্পিচ'! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

যেহেতু কর্নাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি, সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্য নিয়ে কোনও ব্যবস্থা নেবে না সেখানকার পুলিশ। এমনটাই মনে করছে কংগ্রেস। সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের ঘৃণার মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁ

  • |
Google Oneindia Bengali News

যেহেতু কর্নাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি, সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্য নিয়ে কোনও ব্যবস্থা নেবে না সেখানকার পুলিশ। এমনটাই মনে করছে কংগ্রেস। সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের ঘৃণার মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

সাংসদের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করবে

সাংসদের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করবে

জয়রাম রমেশ অভিযোগ করেছেন, কর্নাটকের শিবমোগায় এক অনুষ্ঠানে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্যকে হেট স্পিচ। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন। জয়রাম রমেশ বলেছেন, সাংসদের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করবে। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকায়, সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই হবে না।

হিন্দুদের জবাব দেওয়ার অধিকার রয়েছে

হিন্দুদের জবাব দেওয়ার অধিকার রয়েছে

গত রবিবার হিন্দু জাগরানা বেদিকের দক্ষিণাঞ্চলীয় বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে বলেছেন, হিন্দুদের হত্যার কথা বলার সময় যারা তাদের মর্যাদাকে আক্রমণ করে, তাদের জবাব দেওয়ার অধিকার রয়েছে হিন্দুদের। তিনি হিন্দুদের তাদের বাড়িতে ছুরি রাখার আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রত্যেকেরই নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। যদি কেউ বাড়িতে ঢোকে, তাগলে তাদেরও জবাব দিতে বলেছিলেন ভোপালের বিজেপি সাংসদ।

বাড়িতে অস্ত্র রাখার আহ্বান

বাড়িতে অস্ত্র রাখার আহ্বান

বাড়িতে অস্ত্র রাখার আহ্বান জানিয়ে ভোপালের বিজেপি সাংসদ বলেছিলেন, যদি কিছু না থাকে তাহলে শাকসবজি কাটার ছুরিগুলোতে ধার দিয়ে রাখুন। তিনি বলেছিলেন, কখন কী পরিস্থিতি তৈরি হবে কেউ জানি না। তবে প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে বলেছিলেন তিনি।

লাভ জিহাদ

লাভ জিহাদ

লাভ জিহাদ নিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছিলেন, তাদের জিহাদের ঐতিহ্য রয়েছে। কিছু না হলে তারা লাভ জিহাদ করে। প্রেম করলেও তারা জিহাদ করে। তিনি আরও বলেছিলেন, হিন্দুরাও ভালোবাসে, ঈশষ্বরকে ভালোবাসে। একজন সন্যাসী তার ঈশ্বরকে ভালোবাসে, বলেছিলেন ভোপালের সাংসদ।
তবে প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। তিনি নাথুরাম গডসেকেও দেশভক্ত বলে বর্ণনা করেছিলেন।

(ফাইল ছবি)

Year Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরেYear Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরে

English summary
Congress says, they can go to Supreme Court against BJP's Pragya Singh Thakur's remarks on Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X