For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যালয়ে ইংরেজি শিক্ষাকে সমর্থন রাহুলের, হিন্দির হয়ে সওয়াল করে পাল্টা বিজেপির

রাহুল গান্ধী চান বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা চালু হোক সর্বত্র। কিন্তু বিজেপি নাছোড়বান্দা। রাহুল ইংরেজির হয়ে সওয়াল করতেই রে-রে করে উঠল বিজেপি।

Google Oneindia Bengali News

রাহুল গান্ধী চান বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা চালু হোক সর্বত্র। কিন্তু বিজেপি নাছোড়বান্দা। রাহুল ইংরেজির হয়ে সওয়াল করতেই রে-রে করে উঠল বিজেপি। রাজস্থানের আলওয়ারে এক সমাবেশে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয়মন্ত্রী-মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সাংসদ-বিধায়ক-সহ নেতা-নেত্রীদের সন্তান ইংরেজি মাধ্যম স্কুলে যায়। কিন্তু সরকারি স্কুলে এরা ইংরেজি শিক্ষার বিরোধিতা করে।

বিদ্যালয়ে ইংরেজি শিক্ষাকে সমর্থন রাহুলের, পাল্টা বিজেপির

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবার বিজেপির নিন্দা করে বলেন, দলের নেতারা চান না স্কুলে ইংরেজি শেখানো হোক। তবে তাঁরা চান, তাদের সমস্ত সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুক। বিজেপি নেতারা চান না স্কুলে ইংরেজি পড়ানো হোক। কিন্তু তাদের সব নেতার ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে যায়।

রাহুল গান্ধী বলেন, আসলে বিজেপি চায় না দরিদ্র কৃষক ও শ্রমিকদের ছেলে-মেয়েরা ইংরেজি শিখুক, বড় স্বপ্ন দেখুক এবং তাদের থেকে বেরিয়ে আসুক। রাজস্থানের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস সাংসদ ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, "আপনি যদি বিশ্বের বাকি মানুষের সঙ্গে কথা বলতে চান তবে সেখানে হিন্দি চলবে না, ইংরেজি চলবে।

রাহুল বলেন, আমরা দরিদ্র কৃষকদের সন্তানকে শিক্ষিত করতে চাই এবং শ্রমিক-সন্তানদের ইংরেজি শিক্ষার আলোয় আনতে চাই। তাই কৃষক-শ্রমিকদের সন্তান আমেরিকানদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুক। আমাদের কৃষক-শ্রমিকদের সন্তানরা তাদের ভাষা ব্যবহার করে তাদেরই জয় করুক। তাই আমরা চাই ইংরেজি শিক্ষা চালু হোক সরকারি বিদ্যালয়ে।

রাহুল গান্ধী বলেন, "বিজেপি চায় কৃষক-শ্রমিকদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে যেন না পড়ে। কারণ তাঁরা আপনার উন্নতি চায় না। চায় না কৃষক-শ্রমিকদের সন্তানরা বড় হোক, তাঁদের মা-বাবা সন্তানদের জন্য বড় স্বপ্ন দেখুক। তিনি বলেন, আমি বলছি না যে হিন্দি বা তামিলের মতো অন্য ভাষা অধ্যয়ন করা উচিত নয়। তবে আপনি যদি বিশ্বের সঙ্গে সংযোগ করতে চান, তবে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে।

এদিন রাহুল গান্ধী আরও বলেন, রাজস্থানে প্রায় ১৭০০টি ইংরেজি মাধ্যম স্কুল খোলা হয়েছে। আমরা চাই তরুণরা ইংরেজি অধ্যয়ন করুক এবং আমেরিকান শিশুদের চ্যালেঞ্জ করুক। সেই কারণেই আমি খুশি যে এই রাজ্য ১৭০০টি ইংরেজি মাধ্যম স্কুল খোলা হয়েছে। আরও যত বেশি ইংরেজি মাধ্যম স্কুল খোলা হবে এবং যত বেশি সরকারি স্কুলে ইংরেজি চালু হবে, তত বেসি শিক্ষা সুদূরপ্রসারী হবে।

English summary
Congress leader Rahul Gandhi pleas for English Medium School but BJP slams him not to Hindi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X