For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতির ভাষণে নেই করোনায় মৃতদের প্রতি সমবেদনা, নাগাল্যান্ড ইস্যুতেও চুপ! তোপ কংগ্রেসের

রাত পোহালেই বাজেট পেশ! পাঁচ রাজ্যের ভোট একদিকে অন্যদিকে মূল্যবৃদ্ধি। দুই বিষয়টিকে মাথায় রেখে এবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তবে এই বাজেট নিয়ে তেমন কিছু বড়সড় ঘোষণার আশা দেখছেন না অর্থনীতিবিদদের একাংশ।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বাজেট পেশ! পাঁচ রাজ্যের ভোট একদিকে অন্যদিকে মূল্যবৃদ্ধি। দুই বিষয়টিকে মাথায় রেখে এবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তবে এই বাজেট নিয়ে তেমন কিছু বড়সড় ঘোষণার আশা দেখছেন না অর্থনীতিবিদদের একাংশ।

নাগাল্যান্ড ইস্যুতেও চুপ! তোপ কংগ্রেসের

তবে গোটা দেশ এই মুহূর্তে নজর আগামীকাল মঙ্গলবার নির্মলার বাজেটে। তবে আজ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সংসদে বাজেট অধিবেশন।

বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

সেন্ট্রাল হলে সমস্ত সাংসদদের উপস্থিতিতে এদিন বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বক্তব্যের শুরুতেই অতিমারির কথা উল্লেখ করে প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। শূধু তাই নয়, এদিন তাঁর কথাতে উঠে আসে দেশের উন্নয়নের কথা।

মোদী সরকারের একাধিক যোজনার বিষয়টি জায়গা পায় রাষ্ট্রপতির ভাষনে। এমনকি কঠিন অবস্থায় দেশের কোনও মানুষ না খেতে পেয়ে থাকবে না। সে বিষয়টি উল্লেখ করে মোদী সরকারের প্রসংসাই শোনা যায় কোবিন্দের বক্তব্যে।

কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি

তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যে ঘিরে বিতর্ক। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তাঁর মতে, কোনও গুরুত্বপূর্ণ বিষয় জায়গা পায়নি রাষ্ট্রপতির ভাষণে। যার উপরে সরকারের বক্তব্য রাখা উচিৎ ছিল বলে মত। যার মধ্যে নাগাল্যান্ডে সাধারণ মানুষের মৃত্যু এবং করোনায় মৃত্যুর বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই কংগ্রেস সাংসদ।

একাধিক বিষয়ে প্রশ্ন কংগ্রেস নেতার

সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি বলেন, নাগাল্যান্ডে এতগুলি সাধারণ মানুষের মৃত্যু হয়ে গেল। এখনও তার প্রতিবাদ চলছে। কিন্তু এদিন রাষ্ট্রপতির ভাষণে এই সমস্ত বিষয় একবারের জন্যেও জায়গা পেল না বলে মত তাঁর।

শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ওয়েভের সময়ে একসঙ্গে এতগুলি মানুষের মৃত্যু হল। সেই বিষয়েও কোনও দুঃখপ্রকাশ করলেন না কোবিন্দ। শুধু তাই নয়, অর্থ ব্যবস্থা নিয়েও একটা শব্দও খরচ করা হল না। ফলে রাষ্ট্রপতির বাজেট ভাষণ নিয়েই প্রশ্ন কংগ্রেস নেতার।

শূধু তাই নয়, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমা চাওয়া উচিৎ বলেও মত মনীষ তিওয়ারির। এছাড়াও রাষ্ট্রপতির বক্তব্যে এদিন জম্মু-কাশ্মীর প্রসঙ্গ উঠে আসলেও তা বিস্তারিত ভাবে বিশ্লেষণ করা হয়নি বলেও তাঁর।

আবাস যোজনার কথা তুলে ধরেন

উল্লেখ্য, এদিন রাষ্ট্রপতি কোবিন্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা তুলে ধরেন তাঁর ভাষণে। বলেন, এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে। সকলের স্বার্থে কাজ করছে সরকার। জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে। এছাড়াও করোনা ভ্যাকসিন সহ একাধিক ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে তুলে ধরেন কোবিন্দ।

English summary
Congress claims President Kovind did not mention covid death or Nagaland incident in his speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X