For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ করে খুন, শোক প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ করে খুন, শোক প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

মধ্য ক্যালিফোর্নিয়ার বন্দুকের নলের মুখে ভারতীয় বংশোদ্ভুত চারজনকে অপহরণ করা হয় সোমবার। তাদের মধ্যে আট মাসের একটি শিশু রয়েছে। শেরিফ ভার্ন ওয়ার্নকে বুধবার জানান, মার্সেড কাউন্টির বাগানে একটি শিশু সহ চার জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপযুক্ত ব্যবস্থা নেবেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর টুইট

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর টুইট

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বৃহস্পতিবার টুইট করে বলেন, ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয়কে প্রথমে অপহরণ করা হয়। তারপর হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে একটি আট মাসের শিশুও রয়েছে। শোকতপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাই। আশা করছি এস জয়শঙ্কর এই বিষয়ে বিচারের চেষ্টা করবেন।

অপহরণের ভিডিও প্রকাশ

অপহরণের ভিডিও প্রকাশ

সোমবার মধ্য ক্যালিফোর্নিয়া থেকে একই পরিবারের চার সদস্যকে অপহরণ করা হয়। এই বিষয়ে শেরিফ ভার্ন ওয়ার্নকে একটি ভিডিও প্রকাশ করেন। বুধবার সাংবাদিক বৈঠকের সময় তিনি বলেন, আমরা যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হয়েছে। আট মাসের শিশু সহ চার ভারতীয় বংশোদ্ভুতকে খুন করা হয়েছে। মার্সেড কাউন্টির একটি বাগান থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। এই পরিবারটি মূলত পঞ্জাবের হোসিয়ার পুরের হারসি পিণ্ডের বাসিন্দা।

অপহরণকারীর আত্মহত্যার চেষ্টা

অপহরণকারীর আত্মহত্যার চেষ্টা

সালগাদোর নামে ৪৮ বছরের এক ব্যক্তি সোমবার ভারতীয় বংশোদ্ভুত চার ব্যক্তিকে অপহরণ করে। তারপরে ভারতীয় বংশোদ্ভূতদের গাড়ি জ্বালিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে অপহরণের সময় সালগাদোরকে দেখতে পাওয়া যায়। এরপরেই পুলিশ সালগাদোর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। সালগাদোর বাড়িতে পুলিশ অভিযান চালানোর উদ্দেশে গেলে তাকে আহত অবস্থায় পায়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সালগাদোর আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালগাদো পরিবারের সদস্যরা পুলিশের কাছে অপহরণের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, সালগাদোর তাঁদের এই অপহরণের কথা স্বীকার করেছে।

খুনের উদ্দেশে অপহরণ

খুনের উদ্দেশে অপহরণ

পুলিশের তরফে জানানো হয়েছে, সালগাদোর অবস্থা গুরুতর। এখনও অবধি তদন্তকারী আধিকারিকেরা কথা বলতে সক্ষম হয়নি। যার জেরে সালগাদোরকে এখনও জেরা করা সম্ভব হয়নি। অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, সালগাদোর কোনও মুক্তিপন চায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই ভারতীয় বংশোদ্ভূত চার জনকে অপহরণ করা হয়েছিল খুনের উদ্দেশ্য নিয়েই।

অপহরণকারীর অপরাধের রেকর্ড

অপহরণকারীর অপরাধের রেকর্ড

অন্যদিকে, সালগাদোর বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে। পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ পদার্থ রাখার জন্য সালগাদোর জেল হয়েছিল। ২০১৫ সালে সালগাদোর জেল থেকে মুক্তি পান। পুলিশ সূত্রের খবর, সালগাদোর বা তার পরিবারের সঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভুত ওই পরিবারের কোনও যোগসূত্র পায়নি।

আমেরিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের দেহ, আটক কোরিয়ার রুমমেট আমেরিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের দেহ, আটক কোরিয়ার রুমমেট

English summary
Condolence of the Chief Minister of Punjab as four Indian origin kidnapped and killed in California
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X