For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে গালওয়ান সংঘাতের শহিদ কর্নেল সন্তোষ বাবুকে মহাবীর চক্রে সম্মানিত করা হচ্ছে

  • |
Google Oneindia Bengali News

গত বছর ১৫ জুন লাদাখে চিনা আগ্রাসেনর মুখোমুখি হয়ে যে ভারতীয় সেনা জওয়ানরা লালফৌজকে মল্লযুদ্ধে জবাব দিয়েছেন, কর্নেল সন্তোষ বাবু তাঁদের মধ্যে একজন। আর তাঁকে ২০২১ প্রজাতন্ত্রদিবসে সম্মানিত করা হবে মহাবীর চক্রে। শুধু শহিদ সন্তোষ বাবু নন, আরও ৫ ভারতীয় সেনা জওয়ান শহিদকে এই চক্র-সম্মান দেওয়া হবে।

প্রজাতন্ত্র দিবসে গালওয়ান সংঘাতের শহিদ কর্নেল সন্তোষ বাবুকে মহাবীর চক্রে সম্মানিত করা হচ্ছে

সন্তোষ বাবু ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের জওয়ান। ১৫ জুন লাদাখের গালওয়ানের বুকে তিনি চিনের লালফৌজের রক্তচক্ষুর সঙ্গে লড়াই করে আত্মবলিদান দেন। সেই সময় ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছিলেন। আর ভারত যে সেই রক্তাক্ত স্মৃতি ভুলছে না, তা এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণেও স্পষ্ট হয়েছে। কোরুকোন্ডা সৈনিক স্কুলের পর দেরাদুনের মিলিটারি অ্যাকাডেমি থেকে সেনায় পা রাখেন দেশের এই বীর সন্তান।

সন্তোষ বাবু ছাড়াও এদিন মরোণোত্তর চক্র সম্মান পেয়েছেন,সুবেদার নাদুরা সোরেন,হবলদার কে পালানি,তেজিন্দর সিং, নায়েক দীপক সিং, গুরতেজ সিং। এঁরাও গালওয়ানের রক্তাক্ত রাতে শহিদ হয়েছেন দেশের জন্য। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের সকালে এঁদের পরিবারের হাতে দিল্লি থেকে তুলে দেওয়া হবে চক্র সম্মান।

English summary
Col Santosh Babu, five other Galwan bravehearts posthumously awarded Chakra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X