For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি টার্গেট তেলঙ্গানা, বিজেপির বিরুদ্ধে সরকার ফেলার চেষ্টার গুরুতর অভিযোগ কেসিআরের

এবার কি টার্গেট তেলঙ্গানা, বিজেপির বিরুদ্ধে সরকার ফেলার চেষ্টার গুরুত অভিযোগ কেসিআরের

Google Oneindia Bengali News

ফের সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। এবার টার্গেট তেলঙ্গানা। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রকাশ্য অভিযোগ করেছেন, বিজেপি তেলঙ্গানায় সরকার ফেলার চক্রান্ত করছে। টিআরএসের বিধায়কদের টাকার প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও বিজেপি দিল্লি, রাজস্থান, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে সরকার ফেলার চেষ্টা করছে।

সরকার ফেলার চক্রান্ত এবার তেলঙ্গানাতে

সরকার ফেলার চক্রান্ত এবার তেলঙ্গানাতে

কয়েকদিন আগেই ভারত জোড়ো যাত্রার হায়দরাবাদে পা রেখে রাহুল গান্ধী অভিযোগ করেিছলেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে কেসিআর। সামনে বিজেপির বিরোধিতা করে নাটক করছেন কেসিআর। তার কয়েকদিন পরেই আবার কেসিআর বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন তেলঙ্গানায় সরকার ভাঙার চক্রান্ত করছে বিজেপি। দলের একাধিক বিধায়ককে টাকার প্রলোভন দিচ্ছে গেরুয়া শিবির। এরই মধ্যে বেশ কিছু মিডিল ম্যানকে তার সরকার চিহ্নিতও করেছে বলে দাবি করেছেন কেসিআর।

তেলঙ্গানায় কোন পরিকল্পনা বিজেপি

তেলঙ্গানায় কোন পরিকল্পনা বিজেপি

ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়ের মত তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশও অবিজেপি রাজ্য। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মত এবার তেলঙ্গানাতেও সরকার ফেলার পরিকল্পনা করছে বিজেপি। এমনই জল্পনা শুরু হয়েছে। সরকার ফেলতে শাসক দলের বিধায়কদের ভাঙানো বিজেপি মূল অস্ত্র। সেই অস্ত্রেই মহারাষ্ট্র, কর্নাটক এবং মধ্যপ্রদেশে অবিজেপি সরকার ফেলেছে বিজেপি। তেলঙ্গানাতেও সেই অস্ত্রে শান দিচ্ছে তারা। সূত্রের খবর টিআরএসের বেশ কিছু বিধায়ককে টাকার তোপ দিতে শুরু করেছে বিজেপি।

সামনেই তেলঙ্গানায় ভোট

সামনেই তেলঙ্গানায় ভোট

গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তার কয়েক মাস পরেই তেলঙ্গানায় ভোট হতে পারে। বিজেপি-কংগ্রেস ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েক দফায় তেলঙ্গানায় সভা করেছেন। কংগ্রেসও ভারত জোড়ো যাত্রা নিয়ে হায়দরাবাসে মিছিল করেছেন রাহুল গান্ধী। এদিকে একাধিক দুর্নীতিক অভিযোগে জর্জরিত তেলঙ্গানার শাসক দল টিআরএস। কাজেই কেসিআরকে দুর্বল করে ভোটের আগেই সেই রাজ্যের ক্ষমতা দখল করার চেষ্টা করছে বিজেপি।

অবিজেপি রাজ্যগুলি টার্গেট

অবিজেপি রাজ্যগুলি টার্গেট

কৌশলে মহারাষ্ট্রে সরকার গড়েছে বিজেপি। শিবসেনার অন্দরেই ভাঙন ধরিয়ে শিণ্ডেকে সঙ্গে নিয়ে সরকার গড়েছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপি -শিবসেনা জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। দিল্লিতে আপ সরকারকে ফেলতে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে একতাধিক বার ইডি-সিবিআই তৎপরতা হয়েছে। তার পরে আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। একেবারে পরিকল্পনা করে সব অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি।

বায়ু দূষণের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে, দিল্লিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত কেজরিওয়ালের বায়ু দূষণের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে, দিল্লিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত কেজরিওয়ালের

English summary
BJP planning to topple Telengana government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X