For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস এসএ বোবদে

'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস বোবদে

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইন ইস্যুতে গোটা দেশ উত্তাল হয়েছিল কিছুদিন আগেই। আর তা নিয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। একইভাবে উত্তেজনার আগুন জ্বলে ওঠে দেশের বিভিন্ন প্রান্তে। নাগরিকত্ব ইস্যুতে, সিএএ বিরোধিতায় নামে দেশের একের পর এক রাজ্যের মানুষ। এদিকে, নাগপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে দেশের চিফ জাস্টিস বোবদে মুখ খোলেন সিএএ নিয়ে।

নাগরিকত্ব নিয়ে চিফ জাস্টিসের বক্তব্য

নাগরিকত্ব নিয়ে চিফ জাস্টিসের বক্তব্য

নাগরিকত্ব নিয়ে চিফ জাস্টিস শরদ বোবদে নাগপুরের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বলেন, ' প্রত্যেকেরই একজন কার্যকরী নাগরিক হিসাবে দায়িত্ব রয়েছে। নাগরিকত্ব শুধুমাত্র একটি অধিকার নয়। একই সঙ্গে এটি সমাজের প্রতি একটি দায়িত্ব রক্ষার বিষয়ও।'

 'ন্যায়' বিচার নিয়ে বোবদের বক্তব্য

'ন্যায়' বিচার নিয়ে বোবদের বক্তব্য

এদিকে, 'ন্যায়' বিচার নিয়ে জাস্টি বোবদে বলেন যে ,'আমি সবসময়ই বিশ্বাস করেছি যে ন্যায় বিচার করা একটি পবিত্র কাজ। দেশের প্রতিটি মানুষের সাধারণ অধিকার হচ্ছে ন্যায় বিচারের প্রাপ্তি। ... বিচারের ভাবনা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে স্থান, কাল,পাত্রের ভিত্তিতে। একটি ফ্রেমে এটি ধরা যাবে না।'

 বিচার প্রক্রিয়া প্রসঙ্গে বোবদে

বিচার প্রক্রিয়া প্রসঙ্গে বোবদে

বিচার প্রক্রিয়া প্রসঙ্গে জাস্টিস বোবদে জানিয়েছেন, 'আজ যা ন্যায় বলে মনে হচ্ছে তা কাল না মনে হতে পারে। তবে ন্যায় বিচার আশা করা উচিত, আর তার জন্য উপযুক্ত যন্ত্র ব্যবহার করা উচিত। .. ' এরপর তিনি বলেন,'অনেকেই এটা মনে করেন যে, নাগরিক হিসাবে তাঁদের শুধু অধিকার রয়েছে, কোনও কর্তব্য নেই। আমার কাছে, অধিকার থাকলে একই সঙ্গে দায়িত্বও থাকা উচিত। '

মহারাষ্ট্রে সাইবাবার জন্মস্থান বিতর্ক তুঙ্গে! শিরডির মন্দিরে আজ কী ঘটল, ড্যামেজ কন্ট্রোলে উদ্ধব মহারাষ্ট্রে সাইবাবার জন্মস্থান বিতর্ক তুঙ্গে! শিরডির মন্দিরে আজ কী ঘটল, ড্যামেজ কন্ট্রোলে উদ্ধব

English summary
Citizenship not only about rights but duties towards society too says CJI Bobde.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X