For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কমতেই বাড়ছে দেশে সিগারেট বিক্রি, গতবছরের তুলনায় বৃদ্ধি ১০ শতাংশ

করোনা কমতেই বাড়ছে দেশে সিগারেট বিক্রি, গতবছরের তুলনায় বৃদ্ধি ১০ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

করোনাকালীন লকডাউন ও কোভিডে ফুসফুসের সংক্রমণের কারণে বিশেষজ্ঞদের নিষেধাজ্ঞায় একধাক্কায় অনেকটা কমেছিল করোনা সংক্রমণ৷ করোনা কমতেই দেশে সিগারেটের বিক্রি বাড়ছে৷ অফিস ও সরকারি দফতরগুলি নতুন করে খুলে দেওয়া ও লকডাউন বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে ভারতে সিগারেট বিক্রি প্রথমবারের মতো প্রাক-মহামারী স্তরকেউ ছাপিয়ে গিয়েছে৷ করেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে মার্চে শেষ হওয়া আর্থিক বছরে সিগারেট বিক্রি মহামারী শুরুর আগের বছরের তুলনায়ও ২ শতাংশ বেড়েছে৷ গত বছরের তুলনায় দেয়ে সিগারেটের বিক্রি ৮-১০ শতাংশ বেড়েছে।

সিগারেটের বিক্রি বাড়তেই শেয়ার মার্কেটে ভালো পারফর্ম করছে আইটিসি

সিগারেটের বিক্রি বাড়তেই শেয়ার মার্কেটে ভালো পারফর্ম করছে আইটিসি

২০২০ সালে, লকডাউনের কারণে সারা দেশে সিগারেটের বিক্রি কমে গিয়েছিল। ভারতের সবচেয়ে বড় সিগারেট বিক্রেতা আইটিসি গত কয়েক সপ্তাহে ডি-স্ট্রীটে ভালো পারফর্ম করেছে। ২৪ ফেব্রুয়ারী থেকে আইটিসি শেয়ারের দাম প্রতি ইক্যুইটি শেয়ার ২০৮ টাকা থেকে বেড়ে ২৬৯ টাকা হয়েছে, যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধির সমান। সংবাদমাধ্যমের খবর সাব-৬৪ মিমি সিগারেটের বিক্রি প্রাক-মহামারী স্তরকে ছাড়িয়ে গিয়েছে এবং প্রিমিয়াম কিং সাইজ সিগারেটের বিক্রিতে ভালোরকমের বৃদ্ধি ঘটেছে৷ আইটিসি-র মালিকানাধীন দুটি শীর্ষ-বিক্রীত সাব-৬৪ মিমি সিগারেট ব্র্যান্ড গোল্ড ফ্লেক এবং ক্যাপস্টানের বিক্রি বেড়েছে কয়েক শতাংশ৷

কিন্তু কেন ভারতে সিগারেট বিক্রি বাড়ছে?

কিন্তু কেন ভারতে সিগারেট বিক্রি বাড়ছে?

এক, স্থিতিশীল কর এবং আবগারি শুল্ক সিগারেট বিক্রির সহায়ক৷ ভারতে সিগারেটের উপর করের হার গত দুই বছরে পরিবর্তিত হয়নি। এর ফলে দাম স্থিতিশীল হয়েছে, বিশেষ করে সাব-৬৪ মিমি সিগারেটের দাম স্থির রয়েছে।

দুই, বিধিনিষেধ শিথিল

দুই, বিধিনিষেধ শিথিল

ভারত সরকার গত ২০২১ এ দ্বিতীয় তরঙ্গের পরে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের উপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারপর থেকেই সিগারেটের বিক্রি বেড়েছে নিয়মিত। এছাড়াওচলতি বছর ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার করোনাজনিত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা সিগারেট বিক্রির হারকে গতি দিয়েছে। বিধিনিষেধ উঠতেই অফিস এবং পাবগুলি মহামারীর আগের সময়ের মতোই মূলত কাজ করতে শুরু করেছে। সামাজিক অনুষ্ঠানগুলিও কম বিধিনিষেধের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে যা ভারতে সিগারেট বিক্রিকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।

 দিল্লি ও মুম্বইতে এদিনও বেশি পেট্রোল ও ডিজেলের দাম! একনজরে মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য দিল্লি ও মুম্বইতে এদিনও বেশি পেট্রোল ও ডিজেলের দাম! একনজরে মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য

English summary
Cigarette sales in the India increasing as corona decreases,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X