For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্ত ঘেঁষে উড়ল চিনা ফাইটার জেট! হাই-অ্যালার্টে রাখা হল ভারতীয় বায়ুসেনাকেও

আলোচনার মধ্যেই লাগাতার ভারতের সীমান্ত ঘেঁষে নির্মান কাজ চালাচ্ছে চিনা ফৌজ। শুধু তাই নয়, বিতর্কিত অংশেও চিন বিভিন্ন ধরণের সামরিক নির্মানও করছে বলেও খবর। আর এর মধ্যেই সীমান্তে চিনা যুদ্ধ বিমানের দাদাগিরি'র খবর সামনে আসছে।

  • |
Google Oneindia Bengali News

সীমান্ত নিয়ে উত্তেজনা রয়েছে ভারত এবং চিনের মধ্যে। আলোচনার মধ্যেই লাগাতার ভারতের সীমান্ত ঘেঁষে নির্মান কাজ চালাচ্ছে চিনা ফৌজ। শুধু তাই নয়, বিতর্কিত অংশেও চিন বিভিন্ন ধরণের সামরিক নির্মানও করছে বলেও খবর। আর এর মধ্যেই সীমান্তে চিনা যুদ্ধ বিমানের দাদাগিরি'র খবর সামনে আসছে।

একেবারে পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষে এলাকায় চিনা যুদ্ধবিমানকে উড়তে দেখা যায় বলে খবর সামনে আসছে। শুধু তাই নয়, বিবাদপূর্ণ এলাকাতে এই যুদ্ধবিমান উড়েছে বলেও জানা যাচ্ছে।

ভারতীয় বায়ুসেনা পালটা প্রতিরোধে নামে

ভারতীয় বায়ুসেনা পালটা প্রতিরোধে নামে

আর এই ঘটনা সামনে আসার পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সূত্রে খবর, ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে চিনা এয়ারফোর্স! এই বার্তা সামনে আসার পরেই ভারতীয় বায়ুসেনা পালটা প্রতিরোধে তৈরি হয়ে যায় বলেই সূত্র জানাচ্ছে। বলে রাখা প্রয়োজন, চিনে'র যুদ্ধবিমান উড়তে দেখেন ভারতীয় সেনার কর্তব্যরত জওয়ানরা। শুধু তাই নয়, সীমান্তে মোতায়েন ভারতীয় র‍্যাডেরাও চিনা যুদ্ধবিমানের এহেন উস্কানিমূলক পদক্ষেপ ধরা পড়ে বলেও জানা যাচ্ছে।

ভোর চারটের সময় এই ঘটনা ঘটে

ভোর চারটের সময় এই ঘটনা ঘটে

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে জুন মাসের শেষ সপ্তাহে। ভোর চারটের সময় এই ঘটনা ঘটে। আর এরপরেই হাই-অ্যালার্ট জারি করা হয় বলে খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন চিনের এয়ারফোর্স পূর্ব লাদাখ সেক্টরের সীমান্তবর্তী এলাকায় লাগাতার মহড়া চালাচ্ছে। ইতিমধ্যে সে জায়গাতে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক যুদ্ধবিমান তৈরি করেছে কমিউনিস্ট এই দেশ। ভারতের আপত্তি উড়িয়েই এয়ারস্ট্রিপ থেকে শুরু করে একাধিক সেনা-এয়ারফোর্স ঘাঁটি রয়েছে।

এই ঘটনা আরও উত্তেজনা বাড়িয়েছে

এই ঘটনা আরও উত্তেজনা বাড়িয়েছে

পালটা ভারতের তরফেও প্রস্তুতি রাখা হয়েছে। সীমান্ত ঘেঁষে ব্যাপক সেনা বাড়িয়েছে ভারত। শুদু তাই নয়, সীমান্তে একাধিক ঘাঁটিতে রাখা হয়েছে যুদ্ধবিমান। একেবারে সীমান্ত ঘেঁষে নামছে ভারতীয় যুদ্ধবিমানগুলি। কার্যত সীমান্তে দুপক্ষেরই উত্তেজনা রয়েছে। আর এর মধ্যেই এই ঘটনা আরও উত্তেজনা বাড়িয়েছে বলেই খবর। ঘটনার পর থেকে সীমান্তে সেনা এবং বায়ুসেনাকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে বলেই খবর।

রক্তক্ষয়ী সংঘাত ঘটে-

রক্তক্ষয়ী সংঘাত ঘটে-

বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর আগেই পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘরশে জড়িয়ে পড়ে ভারত এবং চিনের সেনাবাহিনী। এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজয়া ছড়ায়। দুপক্ষের গালওয়ান সংঘাতের পর দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চিন এই বিষয়ে স্বীকার অবশ্য কখনই করে না। কিন্তু ভারতীয় সেনার একাধিক জওয়ান এই ঘটনায় শহিদ হন। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বজায় রয়েছে বলেই খবর।

English summary
Chinese fighter Jet flies near border, High Alert in Indian Air Force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X