For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিমালয়ান গোল্ড' চুরি করতেই ভারতে ঢোকে চিনের সেনা? IPCSC-এর রিপোর্টে 'ফাঁস' গোপন তথ্য

'হিমালয়ান গোল্ড' চুরি করতেই ভারতে ঢোকে চিনের সেনা? IPCSC-এর রিপোর্টে 'ফাঁস' গোপন তথ্য

  • |
Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। সীমান্তের ওপারে লাগাতার নির্মান কাজ চালাচ্ছে লাল ফৌজ। ভারতের আপত্তিকে কার্যত কর্ণপাত না করেই চলছে এই কাজ। আর এর মধ্যে বারবার ভারতীয় ভুখন্ডে অনুপ্রেবেশের চেষ্টা চালাচ্ছে চিনের ফৌজ। শুধু তাই নয়, সম্প্রতি অরুণাচলের তাওয়াংয়ে টহল চলাকালীন রীতিমত হাতাহাতিতে জড়াল ভারত এবং চিনের সেনাবাহিনী। দুপক্ষের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর এর মধ্যেই সামনে আসল Indo-Pacific Centre for Strategic Communications (IPCSC)-এর চাঞ্চল্যকর একটি রিপোর্ট।

বিশেষ ছত্রাকের কারনেই ভারতের চিনা অনুপ্রবেশ!

বিশেষ ছত্রাকের কারনেই ভারতের চিনা অনুপ্রবেশ!

IPCSC- তাদের একটি রিপোর্টে ভারতীয় ভুখন্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য তুলে ধরেছে। তারা বলছেন, হিমালয়ের বুকে পাওয়া যায় এমন একটি 'ছত্রাক' (Cordyceps) -এর খোঁজেই নাকি বারবার ভারতীয় ভুখন্ডে হানা দেয় চিনের ফৌজ। আর মহামূল্যবান 'জুড়িবটি' অর্থাৎ Cordyceps পাওয়া যায় হিমালয়ের খুব উঁচুতে। আর তা একেবারে চিন এবং ভারতীয় সীমান্ত ঘেঁষে। আর সেই ছত্রাকের খোঁজেই বারবার চিন ভারতীয় ভুখন্ডে ঢুকে পড়ে বলে জানাচ্ছে Indo-Pacific Centre for Strategic Communications-এর রিপোর্ট।

হিমালয়ান গোল্ড হিসাবেও পরিচিত

হিমালয়ান গোল্ড হিসাবেও পরিচিত

ছত্রাক বা Cordyceps হিমালয়ান গোল্ড হিসাবেও পরিচিত অনেকের কাছে। কেউ আবার বলেন হিমালয়ান ভায়গ্রা। চিনের মাটিতে পাওয়া যায় সোনার থেকেও দামি এই ছত্রাক। মূলত চিন এই ছত্রাক দিয়ে বিশেষ ধরণের ওষুধ তৈরি করে। বিশ্বের বাজারে ২০২২ সালে এই বিশেষ ছত্রাকের বাজারমূল্য 1072.50 মিলিয়ন মার্কিন ডলার। কমিউনিস্ট চিন কর্ডিসেপসের (Cordyceps) -এর বৃহত্তম উৎপাদক এবং রপ্তানিকারক। IPCSC-এর তথ্য অনুসারে গত বছর চিনের বৃহত্তম উৎপাদক এলাকা কিংহাইতে এই ধরণের ছত্রাকের ফলন অনেক কম হয়ে যায়। ফলে বিশ্বের বাজারে দামও অনেক বেড়ে যায়।

কিডনি থেকে একাধিক অসুখের সমাধান

কিডনি থেকে একাধিক অসুখের সমাধান

২০১৮ সালে উৎপাদন ৪১,২০০ কেজিতে নেমে এসেছে বলে IPCSC -এর দেওয়া তথ্য অনুসারে জানা যায়। যা এক বছর আগের ৪৩, ৫০০ কেজি থেকে 5.2 শতাংশ কম বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। আর এরপরেই ভারতের দিকে চিনের নজর বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এই ছত্রাক একাধিক শারীরিক সমস্যায় অব্যার্থ ওষুধ হিসাবে কাজ করে বলে চিনের একটা বড় অংশের মানুষের বিশ্বাস। কিডনি থেকে যৌনতা সম্পর্কিত একাধিক সমস্যা মিটিয়ে দেয় বলেও বিশ্বাস। চিনের মাটিতেই এই ছত্রাক থেকে তৈরি ওষুধের ব্যাপক চাহিদা।

English summary
China enters India to find himalayan herb keeda jadi. Says IPCSC report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X