For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিষমদ-কাণ্ডে মৃত্যু বেড়ে ৮৬, ৬ পুলিশসহ ১৩ আধিকারিককে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর

পঞ্জাবে বিষাক্ত মদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাতজন আবগারি কর্মকর্তা ও ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে বিষাক্ত মদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাতজন আবগারি কর্মকর্তা ও ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার ১৩ জন সরকারি আধিকারিক ও পুলিশ অফিসারদের সাসপেন্ডের পাশাপাশি তিনি নিহতদের পরিবারের জন্য দু-লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন।

বিষমদ-কাণ্ডে ৬ পুলিশসহ ১৩ আধিকারিক সাসপেন্ড

শুধু তরন-তারানের মধ্যেই ৬৩ জন মারা যান বিষাক্ত মদে। তারপরে অমৃতসরে ১২ এবং গুরুদাসপুরের বাটালায় ১১ জনের মৃত্যু হয়। বুধবার রাত থেকে শুক্রবার রাত অবধি রাজ্যটিতে ৩৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬-তে।

এদিন সরকারি বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান ছয় পুলিশ সদস্যসহ সাতজন আবগারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে দু'জন পুলিশ সুপার এবং চারজন স্টেশন হাউস অফিসার রয়েছেন। এই ঘটনায় যদি কোনও সরকারি কর্মচারী বা অন্য কেউ জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

English summary
Chief Minister has suspended seven excise officials and six policemen on Punjab liquor tragedy. Punjab liquor tragedy’s death number rose to 86.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X