For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালিকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেতে দময়ন্তীর দ্বারস্থ সিবিআই

রোজভ্যালি কাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেতে রাজ্য পুলিসের দক্ষ পুলিস অফিসার দময়ন্তী সেনের সাহায্য চায় সিবিআই। তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্য পুলিসের ডিজিকে চিঠি পাঠিেয়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসময়

Google Oneindia Bengali News

রোজভ্যালি কাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেতে রাজ্য পুলিসের দক্ষ পুলিস অফিসার দময়ন্তী সেনের সাহায্য চায় সিবিআই। তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্য পুলিসের ডিজিকে চিঠি পাঠিেয়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসময় দময়ন্তী সেন রোজভ্যালি সংক্রান্ত অভিযোগের তদন্ত করেছিলেন। সেবিকে সেই মতো রিপোর্টও দিয়েছিলেন। তাই দময়ন্তী সেনের সঙ্গে কথা বললে রোজভ্যালিকাণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
২০১০ সালে কলকাতা পুলিসের অপরাধ দমন শাখার কমিশনার ছিলেন দময়ন্তী সেন। রোজভ্যালি সম্পর্কে একাধিক তথ্য সেসময় তাঁর কাছে জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদম্ত শুরু করেছিলেন দময়ন্তী। সেবিকে এই নিয়ে নিজেই চিঠি লিখেছিলেন। তারপরেই সেবি রোজভ্যালির উপর নিষেধাজ্ঞা জারি করে। দময়ন্তী সেনের সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়াই এখন সিবিআইয়ের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সেই রিপোর্ট হাতে পেরেই অর্ধেক জট খুলে যাবে।

রোজভ্যালিকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেতে দময়ন্তীর দ্বারস্থ সিবিআই

পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্ত নিয়েই মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছিলেন দময়ন্তী সেন। তাঁকে দার্জিলিংয়ে বদলি করে দেওয়া হয়েছিল। তার একাধিক পদে বদলি হলেও কলকাতায় ফিরেছেন মাস কয়েক আগে। কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার(৩) পদে রয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠায় সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি।
দময়ন্তী সেন ছাড়াও কলকাতা পুলিসের আরেক পুলিস অফিসার ওয়াকার রাজাকেও তলব করেছে সিবিআই। ২০১২ সালে রোজভ্যালি যখন বাজার থেকে বেআইনি পথে অর্থ সংগ্রহ করছিল তখন স্পেশাল পুলিস অফিসার পদে ছিলেন তিনি।

English summary
CBI summons kolkata cop Damayanti Sen enquary abour Rose vally case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X