For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীরাজ্যে সাধু হত্যা! শিবসেনা-কংগ্রেসের সাঁড়াশি আক্রমণ

যোগীরাজ্যে সাধু হত্যা! শিবসেনা-কংগ্রেসের সাঁড়াশি আক্রমণ

  • |
Google Oneindia Bengali News

পালঘরের ঘটনার পর শিবসেনা শাসিত মহারাষ্ট্র সরকারকে যোগী আদিত্যনাথ বলেছিলেন , সাধু হত্যা নিয়ে যেন উদ্ধব সরকার কড়া পদক্ষেপ নেন। এবার যোগী রাজ্যেই সাধু হত্যার ঘটনা। যার জেরে গোরক্ষনাথ মন্দিরের এককালের মহান্ত তথা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ বিরোধীদের প্রশ্নের মুখে।

বলুন্দশহরে সাধু হত্যা নিয়ে শিবসেনার তোপ

বলুন্দশহরে সাধু হত্যা নিয়ে শিবসেনার তোপ

শিবসেনার তরফে সঞ্জয় রাউত টুইট বার্তায় বলেন, 'উত্তরপ্রদেশের মন্দিরে সাধপদের হত্যা হয়েছে। তবে এটাকে কেউ যেন সাম্প্রদায়িক তকমা না দেন, তার আর্জি জানাচ্ছি। যেভাবে পালঘর মামলায় অনেকে এটা (সাম্প্রদায়িক) করতে চেয়েছিলেন।' পাশাপাশি তিনি কড়া তদন্তের দাবি তোলেন।

 কংগ্রেসের তোপ এটাহের ঘটনা নিয়ে

কংগ্রেসের তোপ এটাহের ঘটনা নিয়ে

এদিন কংগ্রেসের তরফে বুলন্দশহরের ঘটনা নিয়ে তোপ দাগেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন, এপ্রিলের প্রথম ১৫ দিনের পর উত্তরপ্রদেশের এটাহ এলাকায় পাচৌরি পরিবারের ৫ জনের দেহে সন্দেহজনক অবস্থায় মিলেছে। এরপর সাধু হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন সোনিয়া কন্যা। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি তুলে যোগী সরকারকে তোপ দাগতে ছাড়েননি।

 কী থেকে হত্যা কাণ্ডের সূত্রপাত?

কী থেকে হত্যা কাণ্ডের সূত্রপাত?

পুলিশ জানিয়েছে, রাজু নামের এক ব্যক্তি মাদকের নেশার ঘোরে এমন হত্যাকাণ্ড চালায়। সাধুদের অভিযোগ ছিল রাজু নামের ওই ব্যক্তি তাঁদের 'চিমটা' চুরি করেছে। আর তার জেরেই বচসা হয় ও পরপর ২ টি খুন হয়।

 ধৃত ব্য়ক্তির দাবি

ধৃত ব্য়ক্তির দাবি

ধৃত রাজু পুলিশকে জানিয়েছে যে, যে হত্যা হয়েছে তা 'ঈশ্বরের ইচ্ছায়'। আর রাজুর এই বয়ান ঘিরেই একাধিক জল্পনা বাড়ছে। উল্লেখ্য, গ্রামের স্থানীয় একটি মন্দিরে এই হত্যাকাণ্ড হয়েছে। সেখানে ধারালো কোনও অস্ত্রের কোপে ওই সাধুদের হত্যা করা হয়েছে বলে খবর। গোটা পরিস্থিতির সবিস্তারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন উপায় বামশাসিত কেরলের! কাজ শুরু পঞ্চায়েতেরসামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন উপায় বামশাসিত কেরলের! কাজ শুরু পঞ্চায়েতের

English summary
Bulandshahr sadhu deaths, shivsena and congress attacks Yogi government .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X