For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budhdha Purnima 2021: গৌতম বুদ্ধের কিছু অমর বাণী যা চিরন্তন প্রাসঙ্গিক

Budhdha Purnima 2021: গৌতম বুদ্ধের কিছু অমর বাণী যা চিরন্তন প্রাসঙ্গিক

Google Oneindia Bengali News

২৬ মে বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima)র রাতে পূর্ণিমা তিথির মধ্যেই রয়েছে চন্দ্রগ্রহণের মতো ঘটনা। এমন এক পূর্ণিমা তিথিতে দেশজুড়ে বুদ্ধদেবের বহু অমর বাণী ফেসবুক থেকে হোয়াটস অ্যাপে ঘোরাফেরা করতে চলেছে। যেখানে কোভিডের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ এগোচ্ছেন, দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অসহায় সময় গৌতম বুদ্ধের বাণী মানুষের জীবনে শান্তি আনতে পারে। তাঁর এমনই কিছু অনুপ্রেরণাদায়ক বাণী তা দেখে নেওয়া যাক।

বুদ্ধ পূর্ণিমার তিথি

বুদ্ধ পূর্ণিমার তিথি

বুদ্ধপূর্ণিমার তিথি ২৫ মে রাত ৮ টা ২৯ মিনিট থেকে পড়ছে। এই তিথি সমাপ্ত হবে ২৬ মে ৪ টে ৪৩ মিনিটে। অনেকেই এই সময়কালে গৌতম বুদ্ধের স্মরণ নেন। নিজের মতো করে তাঁর পুজোপাঠ করেন।

গৌতম বুদ্ধের বাণী

গৌতম বুদ্ধের বাণী

মানুষ নিজের পুরনো সময় মনে করলে চিরকালই কষ্ট পেয়ে থাকে। এই পরিস্থিতি নিয়ে গৌতম বুদ্ধের বাণী- পুরনো সময়ে পড়ে থেকো না, ভবিষ্যতের স্বপ্ন
নিয়ে আশা রেখো না। বর্তমানে বাঁচো।

সময়কে ছাপিয়ে যাওয়ার বার্তা

সময়কে ছাপিয়ে যাওয়ার বার্তা

জীবনে কোনটা সবচেয়ে বড় সমস্যা? গৌতম বুদ্ধের বক্তব্য আলস্যই সবচেয়ে বড় বিপর্যয় একজন মানুষের জীবনে। সেই সূত্র ধরে তাঁর বক্তব্য, সমস্যা সেটাই যে মানুষ মনে করেন যে, তাঁর হাতে সময় আছে।

 সুখ কী?

সুখ কী?

গৌতম বুদ্ধের মতে ,সুখ তাঁরা কখনওই উপভোগ করেন না, যাঁরা নিজের কাছে থাকা জিনিস নিয়ে খুশি থাকতে পারেন না। এই মণীষীর মতে, যাঁরা নিজের জিনিস নিয়ে সন্তুষ্ট থাকেন, তাঁরাই পৃথিবীতে সুখী।

বিশ্বভাবনা নিয়ে বুদ্ধের বাণী

বিশ্বভাবনা নিয়ে বুদ্ধের বাণী

মণীষী বুদ্ধদেব বলছেন, ' আমরা নিজের সম্পর্কে যা ভাবি সেটাই সত্যি। আমরা ভাবনা থেকেই এগিয়ে চলি। আমাদের ভাবনা দিয়েই আমরা বিশ্ব গড়ি। ' এইভাবেই তিনি বিশ্ববাবনার বার্তা দেন।

বর্তমানকে গ্রহণ করতে হবে

বর্তমানকে গ্রহণ করতে হবে

'প্রতিটি দিনই আমরা জন্মাই।আমরা আজ যা করছি তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' এই বার্তা দিয়ে বর্তমানকে গ্রহণ করার বাণী দিয়েছেন গৌতম বুদ্ধ।

সব কিছুতে ভালোকে খুঁজতে হবে

সব কিছুতে ভালোকে খুঁজতে হবে

গৌতম বুদ্ধ বলছেন, সুখে বেঁচে থাকার একমাত্র উপায় হল, জীবনের প্রতিটি জিনিসে ভালো কিছুকে খুঁজে নেওয়া। সব কিছু থেকে পজিটিভিটি বের করাই হল আসল উদ্দেশ্য। 'নিজেকে তৈরি করো সব কিছুর মধ্যে থেকে ভালো কে খুঁজে নিতে', এই বার্তাই বিশ্বকে দিয়েছেন বুদ্ধদেব।

English summary
Buddha Purnima 2021, inspiration qoutes Gautam Budhdha in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X