For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়েই বিমানে সওয়ার ব্রিটিশ নাগরিক, অবশেষে আটক কোচিতে

করোনা নিয়েই বিমানে সওয়ার ব্রিটিশ নাগরিক, অবশেষে আটক কোচিতে

  • |
Google Oneindia Bengali News

করোনা ঠেকাতে প্রতিটি বিমানবন্দরেই নজরদারিতে কড়াকড়ি করেছে সরকার। চলছে প্রাথমিক করোনা টেস্টওো। আন্তর্জাতিক বিমানগুলিতে থাকছে বিশেষ নজরদারি। এবার করোনা নিয়েই বিমানে চড়লেন এক ব্রিটিশ নাগরিক।

হাসপাতালে পাঠানো হল ২৭০ যাত্রীকেই

হাসপাতালে পাঠানো হল ২৭০ যাত্রীকেই

সূ্ত্রের খবর, যার জেরে কেরলের কোচি বিমানবন্দর থেকে ওড়ার ঠিক আগেই দুবাইগামী একটি বিমান থেকে নামানো হল ২৭০ জন যাত্রীকে। শেষ পর্যন্ত ওই ব্রিটিশ নাগরিক-সহ বিমানের মোট ২৭০ জন যাত্রীকেই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

আইসোসলেশন থেকে পালিয়ে সোজা বিমানে চড়ে বসেন ওই যাত্রী

আইসোসলেশন থেকে পালিয়ে সোজা বিমানে চড়ে বসেন ওই যাত্রী

সূত্রের খবর, ছুটি কাটাতে কয়েকদিন আগেই ১৮ জনের সঙ্গে যাত্রা ভারতে আসেন ওই ব্রিটিশ নাগরিক। কেরালায় সফরকালেই তাঁর শরীরে মেলে করোনা জীবাণু। তারপর থেকেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছিল। কিন্তু, হঠাৎ করেই কাউকে না বলে আইসোলেশন থেকে বেরিয়ে কোচি বিমানবন্দরে এসে হাজির হন তিনি। যার জেরেই এই বিপত্তি।

কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২২

কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২২

এদিকে এখনও পর্যন্ত কেরলে ২২ জন করোনা আক্রান্তের খবর রয়েছে। গত মাসে ওই রাজ্যের করোনা আক্রান্ত প্রথম তিন জন রোগী সুস্থও হয়ে যান। একইসাথে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুশারে, কেরালা, রাজস্থায়, উত্তরপ্রদেশ ও দিল্লিতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের খবর মিলেছে বলে জানা যাচ্ছে।

English summary
British citizen on board Corona, at last trapped in Kochi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X