For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে ভারতে ব্রাজিলের প্রেসিডেন্ট, স্বাগত জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ ও মোদী

Google Oneindia Bengali News

এ বছরের প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেড দেখতে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রাজিলের প্রেসিডেন্ট জাইস মেসিয়াস বলসোনারোকে। সেই মতো আমন্ত্রণ গ্রহণ করে আজ ভারতে আসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ভারতে পৌঁছাতেই তাঁকে স্বাগত জানানোর জন্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি ভবনে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হল ব্রাজিলের প্রেসিডেন্টকে

এই সফরে তার সঙ্গে আছেন আটজন মন্ত্রী, তাঁর মেয়ে, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ সেই দেশের বড় ব্যবসায়ীরা। এই সফরের ফলে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির অর্থনীতিতেও বদল আসতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞদের। এই সফর চলাকালীন ব্রাজিল ও ভারতের মধ্যে ৮.২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি হবে বলে জানা গিয়েছে।

দুই দেশই মনে করছেন যে এই সফরের ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়তে পারে। এই মুহূর্তে ব্রাজিলে ভারতের বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে ব্রাজিলের ভারতে বিনিয়োগের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার। এই সফরের ফলে এই বিনিয়োগ আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। তাই বলসোনারোকে স্বাগত জানাতে সাজো সাজো রব দিল্লিতে।

তবে বলসোনারোর ভারত সফর নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। অ্যামাজনের জঙ্গলে দাবানলের জেরে সারা বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাছাড়া বলসোনারোকে একজন নারী-বিদ্বেষী হিসাবে চেনে বিশ্ব।

তবে বিতর্ক দূরে সরিয়ে রেখে ব্রাজিল প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, '২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে প্রধান অতিথি হিসাবে স্বাগত জানাতে পেরে সন্তুষ্ট। তাঁর সফরটি আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সুযোগ উন্মুক্ত করবে।'

English summary
Brazilian President Bolsonaro Received At Rashtrapati Bhavan, trade deal worth 8.2 billion dollar to be signed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X