For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বৈরাচারী তৃণমূল সরকারকে সরিয়ে তারপর আমরা থামব, বঙ্গে সূর্যোদয়ের বার্তা তেজস্বীর

স্বৈরাচারী তৃণমূল সরকারকে সরিয়ে তারপর আমরা থামব, হুঙ্কার তেজস্বীর

Google Oneindia Bengali News

বিজেপির নবান্ন অভিযানে পুলিসের হামলার তীব্র নিন্দায় সরব হলেন বিজেিপর যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। মমতা সরকার গণতন্ত্র আর সংবিধানকে হনন করছে বলে অভিযোগ করেছেন তিনি। বাংলার এই অন্ধকার কাটিয়ে ফের সূর্যোদয় হবে। বাংলায় বিজেপি সরকার গড়বে। এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে তবেই বিজেপি থামবে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

বাংলার রাজনীতির কালো দিন

বাংলার রাজনীতির কালো দিন

বাংলায় স্বৈরাচারী শাসন চালাচ্ছে তৃণমূল সরকার। গণতন্ত্র আর সংবিধানের নির্মমভাবে হনন করা হচ্ছে। বিজেপির রাজ্য দফতর থেকে ফের মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তিনি আজকের দিনকে গণতন্ত্রের কালো দিন বলে মমতা সরকারকে আক্রমণ করেছেন। বিজেপি যুব মোর্চার গণতান্ত্রিক আন্দোলনে পুলিস যেভাবে হামলা চালিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে আক্রমণ শানিয়েছেন তেজস্বী।

বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান

বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান

বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে বিজেপি। যে অন্ধকার চলছে বাংলায় সেটা সরিয়ে নতুন সূর্যোদয় ঘটাবে বিজেপি। বঙ্গ থেকে মমতা সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন তেজস্বী সূর্য। সিন্ডিকেট আর কাটমানির সরকার চলছে রাজ্যে। দেশের সবচেয়ে খারাপ সরকার চলছে বাংলায়। আক্রমণ শানিয়েছেন তেজস্বী।

পুলিসের হামলার নিন্দা

পুলিসের হামলার নিন্দা

পুলিস যেভাবে বিজেপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে আক্রমণ শানিয়েছেন তেজস্বী। তিনি অভিযোগ করেছেন পুলিস অকারণে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে। কোনও রাজ্যে পুলিস এরকম আচরণ করে না। যা বাংলার পুলিস করেছে। কেমিকেল মেশানো হয়েছিল জল কামানের জলে।

যুব মোর্চাকে ভয় পাচ্ছেন মমতা

যুব মোর্চাকে ভয় পাচ্ছেন মমতা

তেজস্বী আক্রমণ করে বলেছেন যুব মোর্চাকে ভয় পাচ্ছেন মমতা। সেকারণেই নবান্ন বন্ধ করে রেখেছিলেন তিনি। পুলিস যেভাবে ব্যারিকেড তৈরি করে রেখেছিল প্রতিটি রাস্তায় তাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বিজেপিকে। রাজ্যে সুশাসন ফেরাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী।

জমে উঠেছে 'আসল বনাম নকল' লড়াই, মধ্যপ্রদেশে কমল ছিঁড়়তে হাত বাড়িয়েছে কংগ্রেসজমে উঠেছে 'আসল বনাম নকল' লড়াই, মধ্যপ্রদেশে কমল ছিঁড়়তে হাত বাড়িয়েছে কংগ্রেস

English summary
BJP yuva morcha chief slams Mamata banerjee government on Nabanna Avijan chaos
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X