For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে প্রসঙ্গে রাহুল গান্ধীর ‘অপ্রচারের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বিজেপির

রাফায়েল প্রসঙ্গে রাহুল গান্ধীর ‘অপ্রচারের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী বিজেপির

  • |
Google Oneindia Bengali News

রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে ক্লিনচিট দেওয়ার পর এবার কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বিজেপি। শনিবার থেকেই রাফালে প্রসঙ্গে রাহুল গান্ধীর 'অপ্রচারের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীরও ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।

রাফায়েল প্রসঙ্গে রাহুল গান্ধীর ‘অপ্রচারের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী বিজেপির


সূত্রের খবর, রাফালে ইস্যুতে দেশের মানুষকে প্ররোচনা দেওয়া ও বিভ্রান্ত করার জন্য রাহুল গান্ধী ও তাঁর দলকে ক্ষমা চাওয়ারও দাবি করে বিজেপি। পাশাপাশি আন্দোলন তীব্রতর করতে দিল্লি ও দেশের অন্যান্য অংশে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে বিজেপি নেতারা এবং কর্মীরা বিক্ষোভ কর্মসূচিও নিয়েছেন বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পরে, কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকেও রাহুল গান্ধীর তুলোধোনা করতে দেখা যায়। কংগ্রেসের দাবিকে সর্বৈব ভাবে মিথ্যা বলে দাবি করে তিনি বলেন, “রাহুল এই চুক্তিতে দুর্নীতির অভিযোগে অযাচিত ভাবে ডাসল্ট এবং রিলায়েন্সের মতো সংস্থা গুলিকে টেনে এনেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি তিনি এর সঙ্গে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতির নামও জড়ান।”

রাফালে প্রসঙ্গে বর্তমানে সুপ্রিম কোর্টের অবস্থান

এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বায়ু সেনার রাফালে যুদ্ধ বিমান চুক্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণাত্মক রাজনৈতিক প্রচার শুরু করে বিজেপির বিরুদ্ধে। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে বেআইনি ভাবে ৫৯,০০০ কোটি ব্যয়ের এই চুক্তি সাক্ষরিত করার অভিযোগ ওঠে। দেশ জুড়ে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। লোকসভা ভোটের প্রাক্কালে রাফালে ইস্যুতে মোদী সরকারকে শূলে চড়ায় কংগ্রেস সহ প্রায় সমস্ত বিরোধী দলই।

পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর রাফালে কেলেঙ্কারি মামলায় ক্লিন চিট পায় কেন্দ্র সরকার। এরপরই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে একগুচ্ছ রিভিউ পিটিশন জমা দেয় বিরোধীরা।

অন্যদিকে বৃহস্পতিবার রাফালে মামলার পুনর্বিবেচনার আর্জি খারিজ করে বিজেপি সরকারকে 'দুর্নীতি মুক্ত’ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। রাফালে চুক্তিতে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। 'চৌকিদার চোর হ্যা’ বলার জন্য সাবধান করা হয় রাহুল গান্ধীকে।

ফিরল দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতর স্মৃতি! পশ্চিম মেদিনীপুরে গাছ থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহফিরল দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতর স্মৃতি! পশ্চিম মেদিনীপুরে গাছ থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ

English summary
BJP protests across the country against Rahul Gandhi's 'false' claim in the context of Raphael
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X