For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে জোড়-বিজোড় গাড়ির নিয়ম ভাঙলেন বিজেপি সাংসদ, জরিমানা ৪০০০ টাকা

দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ারের জারি করা জোড়-বিজোড় নম্বরের বিধি ভাঙলেন বিজেপি সাংসদ বিজয় গোয়েল

Google Oneindia Bengali News

দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ারের জারি করা জোড়-বিজোড় নম্বরের বিধি ভাঙলেন বিজেপি সাংসদ বিজয় গোয়েল। তাঁর দাবি, ইচ্ছে করেই তিনি নিয়ম ভেঙেেছন। কারণ এটা দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। সেকারণেই তিনি এই নিয়ম মানেন না।

নিয়ম ভাঙলেন বিজেপি সাংসদ

নিয়ম ভাঙলেন বিজেপি সাংসদ

দিল্লির দূষণ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদদের। কেজরিওয়াল সরকারের জারি করা জোড়-বিজোড় নম্বরের নিয়ম ভেঙে নতুন করে বিতর্ক তৈরি করলেন বিজেপি সাংসদ বিজয় গোয়েল। তিনি দাবি করেছেন ইচ্ছে করেই এই নিয়ম ভেঙেছেন তিনি। কারণ কেজরিওয়াল সরকারের এই নিয়ম নির্বাচনী চমক ছাড়া কিছু না। ৭০ লাখ গাড়ি চলে দিল্লি শহরে। তার মধ্যে কেজরিওয়াল সরকারের জারি কারা এই নিয়ম একেবারেই অবাস্তব বলে দাবি করেছেন তিনি। গোয়েলের দাবি পরিবেশবিদরাও মনে করেন না এই নিয়ম জারি করলে দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আসবে।

২০ কোটি টাকা নষ্ট করেছেন কেজরিওয়াল

২০ কোটি টাকা নষ্ট করেছেন কেজরিওয়াল

এই জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারি করে কেজরিওয়াল সরকার গত বছপ ২০ কোটি টাকা নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। এবার ৩৫ কোটি টাকা নষ্ট করতে চলেছেন তিনি এমনই অভিযোগ বিজয় গোয়েলের। বিজেপি সাংসদের দাবি গাড়ি থেকে দিল্লিতে দূষণ ছড়ায় মাত্র ২৮ শতাংশ। তারমধ্যে শুধুমাত্র চারচাকার গাড়িতে দূষণ ছড়ায় ৩ শতাংশ। কাজেই কেজরিওয়ালের এই নিয়ম অপ্রাসঙ্গিক বলেই দাবি করেছেন িতনি। যদিও নিয়ম ভাঙায় দিল্লি পুলিসের কাছে মোটা টাকা জরিমানা দিতে হয়েছে বিজয় গোয়েলকে।

দূষণে জর্জরিত দিল্লি

দূষণে জর্জরিত দিল্লি

দূষণের মাত্রা বিপদ সীমা অতিক্রম করেছে দিল্লিতে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাসিন্দাদের। বাইরে বেরোলেই মুখে মাস্ক পরতে হচ্ছে নইলে দমবন্ধ করা পরিস্থিতি। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত দিল্লিতে শ্যুটিং করতে এসে মুখে মাস্ক পরেছেন। দিল্লির আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দূষণের হাত থেকে বাঁচতে দিল্লিতে হু হু করে বাড়ছে এয়ার পিউরিফায়ারের বিক্রি। প্রায় ১০০ কোটি টাকার এয়ার পিউরিফায়ার বিক্রি হয়েছে এখনও পর্যন্ত। সেটা আরও বাড়বে বলে মনে করছে প্রস্তুতকারক সংস্থাগুলি।

English summary
BJP MP Vijay Goel on Monday violated Delhi’s odd-even scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X