For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশী করিডরের জন্য মুসলিম ভোট নাও পেতে পারে বিজেপি, বললেন বিজেপি নেতা সুব্রত

কাশী করিডরের জন্য মুসলিম ভোট নাও পেতে পারে বিজেপি, বললেন বিজেপি নেতা সুব্রত

  • |
Google Oneindia Bengali News

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কার্যত স্টেজ রিহার্সাল হতে চলেছে আগামী বছরের উত্তরপ্রদেশ ভোট। যথারীতি প্রচারে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এমতাবস্থায় মুসলিম ভোট নিয়ে বড়সড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রত পাঠক। বললেন, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া, অযোধ্যা, কাশীতে মন্দির নির্মাণের জন্য মুসলিম ভোট নাও পেতে পারে বিজেপি।

কী বলেছেন সুব্রত ঠাকুর?

কী বলেছেন সুব্রত ঠাকুর?

নভেম্বর থেকেই উত্তরপ্রদেশে পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসে বহু হেভিওয়েট নেতাদেরও প্রচারে নামতে দেখা যাচ্ছে। তেমনভাবেই নিজের কেন্দ্র কনৌজে প্রচার করছিলেন সুব্রত। সেখানেই একটি জনসভায় তিনি বলেন, ' আমরা মুসলিম ভোট পাব না। তার কারণ আমরা কাশ্মীর থেকে ৩৭০ তুলে দিয়েছি। আমরা অযোধ্যা, কাশীতে মন্দির বানিয়েছি এবং মথুরাতে বানাবো। যে সমস্ত মানুষরা সন্ত্রাসবাদের সমর্থক, যারা পাকিস্তানকে সমর্থন জানিয়ে স্লোগান দেয়,ভারত জুড়ে শরিয়া আইঞ্চালাতে চায় তাদের ভোট বিজেপি চায় না।'

বিজেপির হিন্দুত্ব তাস!

বিজেপির হিন্দুত্ব তাস!

ন'য়ের দশকের গোড়ার দিকে উত্তরপ্রদেশ তথা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল রাম জন্মভূমি আন্দোলন। লালকৃষ্ণ আডবানী, অটল বিহারি বাজপেয়ী, মুরলী মনোহর জোশীর বক্তৃতা হৃদয় জয় করেছিল জনগণের। আগামী নির্বাচনের আগেও ঠিক একইভাবে মথুরায় কৃষ্ণ জন্মভূমি নিয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। উত্তরপ্রদেশের গেরুয়া নেতারা বারংবার জনতার সামনে মথুরায় মন্দিরের কাজ তুলে ধরছেন। একইসঙ্গে অযোধ্যায় রামমন্দির নির্মান এবং কাশী বিশ্বনাথ মন্দির করিডোর নিয়েও জোরকদমে প্রচার করছেন। বিশেষজ্ঞদের মতে, এভাবেই তাঁরা সনাতনী মনন জয় করতে চাইছেন, হিন্দু ভোট চাইছেন৷

মুসলিম ভোটকে খুব একটা গুরুত্ব দেয় না বিজেপি!

মুসলিম ভোটকে খুব একটা গুরুত্ব দেয় না বিজেপি!

কোনওকালেই মুসলিম ভোটের দিকে খুব একটা ভরসা করে না বিজেপি। তবে মনে রাখতে হবে, উত্তরপ্রদেশের মোট ভোটের ১৯ শতাংশ মুসলিম ভোট।তাই এবারের নির্বাচনে যাতে মুসলিম ভোটও কুক্ষিগত হয়, বিভিন্ন সরকারি প্রকল্পের কথা সংখ্যালঘু পরিবারের কাছে তুলে ধরছেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্য সরকারের উন্নয়ন, সংখ্যালঘুদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দেখিয়ে তাদের সমর্থন আদায়ে মরিয়া গেরুয়া শিবির।

English summary
Abolishments of article 370 and making Kashi Corridor may detouched Muslims' Vote from BJP, says BJP leader Subrata Thakur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X