For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে 'অমিত-বার্তা' খারিজ করল বিজেপি

উত্তর প্রদেশের আযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ কবে শুরু হবে ? এ নিয় প্রশ্ন বেশ কিছু দিন ধরেই উঠছে। তবে রাম মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান স্পষ্ট করে দিলেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের আযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ কবে শুরু হবে ? এ নিয় প্রশ্ন বেশ কিছু দিন ধরেই উঠছে। তবে রাম মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান স্পষ্ট করে দেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। অমিত শাহ হায়দরাবাদের এক জনসভায় জানান যে লোকসভা নির্বাচনের আগেই নির্মাণ কাজ শুরু হবে অযোধ্যার রাম মন্দিরের। কিন্তু বিজেপির দাবি এই তথ্য একদম ভুল। বিজেপি প্রেসিডেন্ট এধরণের কথা বলেননি বলে দাবি করেছেন, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পি মুরলীধর রাও।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কবে শুরু হবে! স্পষ্ট করে দিলেন অমিত শাহ

এর আগে, এক সর্বভারতীয় সংবাদপত্রের খবরে প্রকাশিত হয়, শুক্রবার হায়দরাবাদে একটি জনসভায় যোগ দিয়ে বিজেপি প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন রাম মন্দির নির্মাণের বিষয়টি । প্রাকাশিত হয় যে ,তিনি জানান, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই নির্মাণ হবে রাম মন্দির। এ নিয়ে যাবতীয় উদ্যোগে নেওয়া হচ্ছে বলে জানান গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ। অমিত শাহ ছাড়াো তেলাঙ্গানার রাজ্য কমিটির প্রতিনিটি পেরালা শেখরজিও, রাম মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে বেশ আশাবাদী বলে জানিয়েছেন।

এদিকে, তেলাঙ্গানাকে পৌঁছেই বিজেপির দলীয় বৈঠকে যোগ দেন অমিত শাহ। বৈঠকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা করেন অমিত শাহ। আলোচনায় রাম মন্দির নির্মাণের বিষয়টিও প্রসঙ্গক্রেম ওঠে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: বিতর্ক কাটাতে উদ্যোগ! তৈরি না হওয়া জিও ইনস্টিটিউটের আচার্য-উপাচার্যের নাম প্রকাশ্যে][আরও পড়ুন: বিতর্ক কাটাতে উদ্যোগ! তৈরি না হওয়া জিও ইনস্টিটিউটের আচার্য-উপাচার্যের নাম প্রকাশ্যে]

English summary
BJP denies Amit Shah's statement on Ram temple construction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X