For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি, কংগ্রেস না আপ- কে জিতবে কোথায়, ‘পোল অফ দ্য পোলসে’র সমীক্ষায় পূর্বাভাস

বিজেপি, কংগ্রেস না আপ- কে জিতবে কোথায়, ‘পোল অফ দ্য পোলসে’র সমীক্ষায় পূর্বাভাস

Google Oneindia Bengali News

দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও দিল্লির পুর নিগমের নির্বাচনে করা কপালে জয়টিকা ওঠে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সোমবার গুজরাতের দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা বসে পড়েছেন বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট নিয়ে। সেই সমস্ত বুথ ফেরত সমীক্ষার নির্যাস পোল অফ পোলসে করা পাল্লা ভারী, তা নিয়েই এই প্রতিবেদন।

বিজেপি, কংগ্রেস না আপ- কে জিতবে কোথায়, ‘পোল অফ দ্য পোলসে’র সমীক্ষায় পূর্বাভাস

গুজরাতে পরিবর্তনের ডাক দিয়েছিল কংগ্রেস। বিজেপি কি পারবে সেখানে ক্ষমতা ধরে রাখতে। আর কংগ্রেস কি পারবে হিমাচলপ্রদেশে মিথ বজায় রাখতে? মিথ অনুযায়ী বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখলের পালা এবার কংগ্রেসের। এদিকে দিল্লি পুরসভা নির্বাচনে বিগত ১৫ বথর ক্ষমতায় রয়েছে বিজেপি। আম আদমি পার্টি কি এবার পারবে দিল্লিতে চাকা ঘোরাতে?

গুজরাতের বিধানসভা নির্বাচন

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গুজরাতে কংগ্রেস ও আম আদমি পার্টির চ্যালেঞ্জ সামলে বিজেপিই পুনরায় জয়ী হতে চলেছে। পোল অফ দ্য এক্সিট পোলসে আভাস মিলেছে তেমনই। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পোল অফ দ্য এক্সিট পোলস জানাচ্ছে গুজরাতে বিজেপি পেতে পারে ১৩৫টি আসন। যা গতবারের তুলনায় ৩৬টি বেশি। আর কংগ্রেস পেতে পারে ৩৬টি আসন, যা গতবারের তুলনায় ৪২টি কম। আর আম আদমি পেতে পারে ৯টি আসন। এই ৯টি আসনে তাঁদের প্লাস, কারণ তাঁরা এবার প্রথম খাতা খুলছে।

Times Now Navbharat ETG Exit Poll: গুজরাতের জয় কেন আত্মবিশ্বাস বাড়াবে বিজেপির? ফ্যাক্টর কোনগুলি?Times Now Navbharat ETG Exit Poll: গুজরাতের জয় কেন আত্মবিশ্বাস বাড়াবে বিজেপির? ফ্যাক্টর কোনগুলি?

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন
হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির পাশাপাশি অনেক বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রেখেছে। আজ পর্যন্ত হিমাচল প্রদেশে কখনই শাসক দল পুনরায় ক্ষমতায় আসেনি। সেই ধারা বজায় রেখে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস কংগ্রেস ক্ষমতায় ফিরবে হিমাচলে। কিন্তু জন কি বাত-ইন্ডিয়া নিউজ এক্সের সমীক্ষার ফল বিজেপির দিকে। পোল অফ দ্য এক্সিট পোলস বলছে, বিজেপিই সম্ভাবনা বেশি। বিজেপি পেতে পারে ৩৫টি আসন। যা গতবারের তুলনেয়া ৯টি কম। আর কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। গতবারের তুলনায় তা ৯টি বেশি। আম আদমি পার্টি এখানে শূন্য।

দিল্লি এমএসডি নির্বাচন
দিল্লিতে আম আদমি পার্টি সরকার চালালেও টানা ১৫ বছর দিল্লি পুর নিগমের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার পালাবদলের আভাস দিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। দিল্লি পুরসভা ভোটে বিজেপি দুই-তৃতীয়াংশ নতুন মুখ এনেও এ যাত্রায় গড় রক্ষা করতে পারছে না বলেই আভাস। এবার ঝাড়ু-ঝড়ের সম্ভাবনা প্রবল পুরসভা নির্বাচনেও। পোল অফ দ্য এক্সিট পোলস বলছে বিজেপিকে সাফ করে দিয়ে দিল্লি পুরসভায় এবার জয়ী হতে চলেছে আম আদমি পার্টি। সমীক্ষায় আভাস আম আদমি পার্টি বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে এমসিডি নির্বাচনের সুইপ করতে পারে। আম আদমি পার্টি জয় পেতে পারে ১৫৪টি ওয়ার্ডে। ১১০টি আসন তারা এবার বেশি পেতে পারে। আর বিজেপি জয় পেতে পারে ৮৪টি ওয়ার্ডে। গতবারের থেকে তা ৮৪টি কম। কংগ্রেস জয় পেতে পারে মাত্র ৬টি ওয়ার্ডে, গতবারের তুলনায় এই সংখ্যা ২২টি কম।

English summary
BJP, Congress and AAP who will win where according to poll of the exit polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X