For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি পদের লড়াইয়ে এবার আদিবাসী মুখ! দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা বিজেপি'র

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ! বিজেপিকে প্যাঁচে ফেলতে ইতিমধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। যশবন্ত সিনহাকে সামনে রেখেই রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন বিরোধীরা। এই অবস্থায় দিল্লিতে বৈঠ

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ! বিজেপিকে প্যাঁচে ফেলতে ইতিমধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। যশবন্ত সিনহাকে সামনে রেখেই রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন বিরোধীরা। এই অবস্থায় দিল্লিতে বৈঠকে বসে বিজেপি'র সংসদীয় বোর্ড। সদর দফতরেই এই বৈঠক শুরু হয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গড়করি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা ছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পাবে দেশ?

প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পাবে দেশ?

মঙ্গলবার বিজেপির বৈঠকেই চূড়ান্ত করা হয় রাষ্ট্রপতি পদপ্রার্থী। আর এরপরেই তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা করা হয়। বিজেপি সভাপতি জেপি নাড্ডা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি এহেন ঘোষণা করেন। ওডিশার দীর্ঘদিনের মানুষ তিনি। এমনকি ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্রৌপদী'র। আর সেই অভিজ্ঞতাকেই এবার দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় মোদী সরকার।

বিজেপির সংসদীয় বৈঠক

বিজেপির সংসদীয় বৈঠক

২৪-এ লোকসভা নির্বাচন। তবে লোকসভার আগে বিজেপির কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। মনে করা হচ্ছে এই বৈঠকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপি নিতে পারে। ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৪ সদস্যের একটি ম্যানেজমেন্ট টিম গঠন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে এর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এর আগে রবিবার জেপি নাড্ডা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। যেখানে একাধিক শীর্ষ বিজেপি নেতা উপস্থিত ছিলেন।

নাইডুর সঙ্গে দেখা করেন বিজেপি নেতৃত্ব

নাইডুর সঙ্গে দেখা করেন বিজেপি নেতৃত্ব

মঙ্গলবার উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাষ্ট্রপতি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকের আগে এই বৈঠকটি হয়। এরপরই নাইডুকে দেশের শীর্ষ সাংবিধানিক পদের জন্য ক্ষমতাসীন জোটের দ্বারা প্রার্থী বিবেচনা করা সম্পর্কে গুঞ্জন ছড়ায়। প্রসঙ্গত রাজনাথ সিং এবং নাড্ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধী দল সহ অন্য দলগুলির সঙ্গে কথা বলার অনুমোদন দিয়েছে বিজেপি৷

যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে

যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে

বলে রাখা প্রয়োজন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে দ্রৌপদী'র নাম ঘোষণা করেছে। আর এরপরেই তাকে ১৭ টি বিরোধী দলের যৌথ প্রার্থী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্রোহ করে বিজেপি ছাড়েন। যদিও বর্তমানে তৃণমূলেই ছিলেন তিনি। তবে এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল ছাড়েন। আর এরপরেই জশবন্ত সিনহার নাম

দ্রৌপদী মুর্মু কে? আদিবাসী নেত্রী থেকে এনডিএ নির্বাচিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর কেমন ছিলদ্রৌপদী মুর্মু কে? আদিবাসী নেত্রী থেকে এনডিএ নির্বাচিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর কেমন ছিল

English summary
BJP announces Draupadi Murmu's name as presidential candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X