For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

MCD-তে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! হাতাহাতিতে জড়ালেন বিজেপি এবং আপ কাউন্সিলররা

দিল্লি নগর নিগম (MCD)-এ মেয়র নির্বাচনকে কেন্দ্র করে তীব্র সংঘাত। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একেবারে তীব্র হাতাহাতিতে জড়াল বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলাররা। আম আদমি পার্টি কাউন্সিলর মুকেশ গোয়েল আপত্তি জানি

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নগর নিগম (MCD)-এ মেয়র নির্বাচনকে কেন্দ্র করে তীব্র সংঘাত। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একেবারে তীব্র হাতাহাতিতে জড়াল বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলাররা। আম আদমি পার্টি কাউন্সিলর মুকেশ গোয়েল আপত্তি জানিয়ে বলেছিলেন, প্রথমে নির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া উচিত।

এরপর মনোনীত সদস্যদের শপথ করানো উচিত। আর তা ঘিরেই সংঘাতের সূত্রপাত বলে জানা যাচ্ছে। একেবারে ডায়েসে উঠে বিক্ষোভ দেখান আপ কাউন্সিলাররা।

কাউন্সিলরদের শপথ এবং মেয়র নির্বাচন নিয়ে সকাল থেকেই উত্তেজনা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। বিজেপি কাউন্সিলার সত্য শর্মা প্রথম শপথ নেন। প্রিসাইডিং অফিসার সত্য শর্মা প্রথমে মনোনীত কাউন্সিলরদের শপথ গ্রহণের ঘোষণা দেন। AAP নির্বাচিতদের আগে মনোনীতদের শপথ পড়াতে আপত্তি জানানো হয়।

আপ-বিজেপির মধ্যে সমস্যা

আপ-বিজেপির মধ্যে সমস্যা

প্রিসাইডিংয়ের সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় অশান্তি। ১০ জন মনোনীত কাউন্সিলরকে প্রথমে শপথ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আপ এবং বিজেপির মধ্যে সংঘাত তৈরি হয়। আপের অভিযোগ, মনোনীত সদস্যরা বিজেপি নেতাকর্মী। যাদের এমসিডির কাজকে আটকানোর জন্যে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ আপের। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদীয়া বিজেপির এহেন কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটে উপ মুখ্যমন্ত্রী বিজেপিকে দায়ী করে লিখছেন, দিল্লি নগর নিগম (MCD)-এ কুকীর্তি লুকানোর চেষ্টা করছে। আর সেজন্যেই কাজ বলে অভিযোগ কেজরির ডেপুটির। যদি মানুষের সিদ্ধান্ত না মেনে নিতে পারে তাহলে কীসের নির্বাচন? তা নিয়েও প্রশ্ন তাঁর।

মেয়র নির্বাচন ২৭৪ জন ভোটার

মেয়র নির্বাচন ২৭৪ জন ভোটার

বলে রাখা প্রয়োজন, উপ-রাজ্যপাল দিল্লি পুর নিগমে ১০ জনকে কাউন্সিলার মনোনীত করেন। দিল্লির মেয়র ছাড়াও, ডেপুটি মেয়র এবং এমসিডি-র স্থায়ী কমিটির 6 সদস্যও নির্বাচন করা হবে। এই নির্বাচনে ২৫০ জন নির্বাচন কাউন্সিলার ভোট দেন। সঙ্গে সাতজন দিল্লির লোকসভা সাংসদ। ৩ রাজ্য সভা সাংসদ দিল্লি বিধানসভার স্পিকারের সম্মতিতে মনোনীত ব্যক্তিদের মধ্যে 14 জন বিধায়ক। যারা এই ভোটদানে অংশ নেন। মোট ২৭৪ জন অংশ নেন এতে।

তীব্র বচসার জেরে থমকে গিয়েছে সভার কাজ

তীব্র বচসার জেরে থমকে গিয়েছে সভার কাজ

পুর নির্বাচনে বড় ধাক্কা খায় এবার বিজেপি। দীর্ঘ ১৫ বছর পর দিল্লি পুর নিগম হাতছাড়া হয় বিজেপির। ১৩৪ টি ওয়ার্ডে জপয় পেয়ে বোর্ড গঠন করবে আপ। অন্যদিকে ১০৪ টি ওয়ার্ডে জয় পেয়েই খুশি থাকতে হয়েছে বিজেপিকে।

তবে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সংঘাত তৈরি হয়েছে এর জেরে থমকে গিয়েছে মেয়র নির্বাচনের কাজ। আজকের মতো সভা স্থগিত হয়ে গিয়েছে। নতুন করে দিন ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। তবে আগামীকাল ফের সভা হতে পারে বলে জানা যাচ্ছে।

সামাজিক মাধ্যমে রাহুল ত্রিপাঠীর অসাধারণ ক্যাচের ভূয়োসী প্রশংসায় ভারতীয় সমর্থকেরা, টুইট পাঞ্জাব কিংসেরওসামাজিক মাধ্যমে রাহুল ত্রিপাঠীর অসাধারণ ক্যাচের ভূয়োসী প্রশংসায় ভারতীয় সমর্থকেরা, টুইট পাঞ্জাব কিংসেরও

English summary
BJP, AAP Councillors clash with each other ahead of Delhi Mayor polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X