For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনব : এবার মাসিক পেনশন পাবে গোটা বচ্চন পরিবার

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ অক্টোবর : উত্তরপ্রদেশে অখিলেশ সিং যাদবের সরকার ঠিক করেছে মাসিক ৫০ হাজার টাকা পেনশন দেবে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও অভিষেক বচ্চনকে। [বলিউডের সেরা তারকা যারা আমিষ ছেড়ে নিরামিষাশী হয়েছেন]

কারণটি হল, এনারা সকলেই এই রাজ্যের 'যশ ভারতী পুরষ্কার' বিজেতা। এবং সেজন্যই এই পুরস্কার বিজয়ীদের মাসিক পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজবাদী পার্টি সরকার। [বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!]

অভিনব : এবার মাসিক পেনশন পাবে গোটা বচ্চন পরিবার

কলা, সংস্কৃতি, খেলাধূলা, সাহিত্য, চিকিৎসা, সাংবাদিকতা ইত্যাদিতে রাজ্যের প্রথিতযশা ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করা হয়। সেই অনুযায়ী বিগ-বি সহ জয়া বচ্চন ও অভিষেক বচ্চনও এই পেনশনের অধিকারী হয়েছেন। কারণ এনারা তিনজনই এই পুরস্কার পেয়েছেন। [বলিউড তারকাদের গোপন প্রেম, যা অধরাই রয়ে গেল!]

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মাসিক পেনশনের বিষয়টি ঠিক হয়। পরে তা সাংবাদিকদের সামনে আনেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। প্রথমবছর অমিতাভের পিতা হরিবংশ রাই বচ্চনকে এই সম্মানে ভূষিত করা হয়। [অভিনয়ের স্বার্থে অনস্ক্রিনে মাথা মুড়িয়েছেন যে তারকারা!]

এত বেশি মূল্যের আর্থিক সাহায্য দেশের আর কোনও পুরস্কারে পাওয়া যায় না। আগে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হতো। এখন সেটাকেও বাড়িয়ে ১১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। [কালজয়ী বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

প্রসঙ্গত, এবছর মোট ৫৬ জনকে এই পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, জিমি শেরগিল, গায়ক কৈলাশ খের, রেখা ভরদ্বাজ ও আরও খ্যাতনামা অনেকে। [জেনে নিন বলিউড তারকাদের আসল নাম]

English summary
Bachchan family to get monthly pension of Rs 50, 000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X