অযোধ্যায় রামমন্দির নির্মাণের ট্রাস্ট ঘিরে কি অন্তবর্তী কোন্দল শুরু! কোন ইঙ্গিত মহান্তর
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট গত ৯ নভেম্বর ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে রাম মন্দির নির্মাণ ঘিরে তৈরি করতে হবে ট্রাস্ট। আর সেই রাম মন্দির ট্রাস্টের প্রধানের পদে কে বসবেন তা নিয়ে কিছুটা অন্তর কোন্দল দেখা দিতে শুরু করেছে। ইতিমধ্যেই সেখানে 'তপস্বী কি ছাউনি'র মহান্ত তোপ দাগতে শুরু করেছেন 'ন্যাস' এর বিরুদ্ধে।

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির গড়ার সপক্ষে যে সমস্ত সংগঠন ছিল তার মধ্যে তপস্বী কি ছাউনি থেকে ন্যাস অন্যতম। এদিন রাম মন্দির ট্রাস্ট নিয়ে বক্তব্য রাখবার সময় মহান্ত খানিকটা ক্ষোভ উগড়ে দেন ন্যাসের বিরুদ্ধে। মহন্তের দাবি ন্যাস সংগঠনের তরফে নৃত্যগোপাল দাস ক্ষমতার লোভে পড়ে বলছেন যে ন্যাসই রামমন্দির গড়বে। অথচ তপস্বী কি ছাউনির দাবি, রামমন্দির গড়তে দেওয়া হোক সংঘপরিবারকে।
মহান্তের ক্ষোভ গিয়ে পড়েছে বিজেপির প্রতাপগড়ের সাংসদ রামবিলাস বেদান্তির ওপরেও।উল্লেখ্য় , রামবিলাস বেদান্তির রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যোগী আদিত্যনাথের অবস্থানের বিরোধিতা করছেন। রামবিলাস বেদান্তির দাবি, কোনও 'নাথ সম্প্রদায়'-য়ের সদস্য রাম মন্দির নির্মাণ করতে পারবেন না।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'নাথ সম্প্রদায়'য়ের ঘনিষ্ঠ। আদিত্যনাথ গোরক্ষপুর মন্দিরের মহান্ত থাকাকালীন তাঁর সঙ্গে নাথ সম্প্রদায়ের ঘনিষ্ঠতা আরও বাড়ে। এমন পরিস্থিতিতে খোদ বিজেপির মুখ্যমন্ত্রীকে বিজেপির সাংসদই বিরোধিতা করায় রাম মন্দির ট্রাস্ট নিয়ে ব্যাপক জটিলতা দেখা যাচ্ছে। অন্তত, তপস্বী কি ছাউনির মহান্তের মন্তব্যে তেমনই বার্তা উঠে এসেছে।
অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের প্রধান কে হবেন! মুখ খুললেন মহান্ত