For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"প্রয়াত হলেন অমিতাভ বচ্চন"...স্যোসাল মিডিয়ায় ফের মৃত্যু গুজবের শিকার বিগ বি!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৩ জুন : গত কয়েকদিন ধরে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে আগুনের মতো। আর তার ফলেই বিশ্বজুড়ে বিগ বি ভক্তদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়। তবে এটি নিশ্চিত যে ২০১৬ সালে জুন মাসে বিগ বি-র মৃত্যু সংবাদ নিয়ে যে খবর রটেছে তা নিতান্তই গুজব। সুস্থ-সবলভাবেই জীবিত রয়েছেন বিগ বি, শুটিংয়ের কাজও করছেন চুটিয়ে। [বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা]

ঘটনাটি প্রথম সামনে আসে শনিবার দুপুরে যখন ফেসবুকে তৈরি একটি পেজ যার নাম দেওয়া হয় "R.I.P অমিতাভ বচ্চন", এই পেজটিতে প্রায় ১০ লক্ষের কাছাকাছি লাইকও পড়ে। এই পেজের 'about' অংশটি পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের অমিতাভ ভক্তরা ভাবতে শুরু করেন সত্য়িই হয়তো প্রয়াত হয়েছেন তাদের একান্ত পছন্দের অভিনেতা। [(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!]

সেখানে লেখা ছিল , "শনিবার ১১ জুন, ২০১৬ সকাল ১১ টা নাহাগ আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের প্রয়ান হয়েছে। অমিতাভ বচ্চন ১৯৪২ সালেপ ১১ অক্টোবর এলাহবাদে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার অভাব অনুভব করব, কিন্তু তাঁকে কোনওদিনও ভুলতে পারব না। দয়া করে আপনারা এই পেজে লাইক ও কমেন্ট করে সহানুভূতি ও সমবেদনা জানান।" [(ছবি) বলিউড অভিনেতাদের সেরা ১০ অনস্ক্রিনমহিলা অবতার]

এরপরই শ'য়ে শ'য়ে মানুষ ফেসবুকের এই পেজে লাইক ও কমেন্ট করতে শুরু করেন। কিন্তু টুইটারে কেউ কেউ এই খবরকে সত্যি বলে মানতে শুরু করলেও অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যু গুজবের একাধিক ঘটনায় ওয়াকিবহাল থাকা ভক্তেরা এই ঘটনাকে মিথ্যা বলে দাবি করে টুইট করতে থাকে। তাদের যুক্তি ছিল, অমিতাভ বচ্চনের মৃত্যু জাতীয় স্তরের খবর। অথচ কোনও মিডিয়াই এই সংবাদ নিয়ে টু শব্দও করছে না।

রবিবার ১২ জুন, অভিনেতার ঘণিষ্ঠ মহল থেকে অমিতাভ বচ্চনের সুস্থ ও সবল থাকার ঘটনা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটের গুজবকে বিশ্বাস না করার পরামর্শও দেওয়া হয়েছে। [(ছবি) বলিউড তারকাদের গোপন প্রেম, যা অধরাই রয়ে গেল!]

উল্লেখ্য এর আগেও চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি হোয়াটঅ্যাপে একইধরণের মৃত্যু গুজব রটে অভিনেতা অনিতাভ বচ্চনের। সেবারও বলা হয় সকাল ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সেই হোয়াটসঅ্যাপ মেসেজ এবং এবারের ফেসবুক পেজের 'About' অংশটির লেখা হুবহু এক। শুধু তারিখটা পাল্টানো হয়েছে।

English summary
Amitabh bachchan again killed by internet death hoax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X