For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেনার পর বৈজ্ঞানিকদের অপমান করছে কংগ্রেস', 'মিশন শক্তি' নিয়ে রাহুলকে একহাত নিলেন অমিত

বুধবার ১১ টায় প্রধানমন্ত্রীর টুইট বার্তা আসবার পর, কার্যত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল গোটা দেশ। সকলেই অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণের জন্য।

  • |
Google Oneindia Bengali News

বুধবার ১১ টায় প্রধানমন্ত্রীর টুইট বার্তা আসবার পর, কার্যত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল গোটা দেশ। সকলেই অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণের জন্য। এমন এক পরিস্থিতিতে গোটা দেশ ও জনজাতির উদ্দেশে রহস্য খানিকক্ষণ ধরে রেখে, পরে ভাষণে প্রধানমন্ত্রী জানান দেশ প্রথমবারের জন্য পরীক্ষামূলকভাবে অ্যান্টি স্যাটেলাইট মিসাইসল উৎক্ষেপণ করেছে। যার নিরিখে বিশ্বে ভারত চতুর্থ দেশ হিসাবে উঠে আসছে।

রাহুলের দাবি

ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী কটাক্ষ করেন প্রধানমন্ত্রীকে। তিনি বিশ্ব থিয়েটার দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, যার মূল কটাক্ষ ছিল নরেন্দ্র মোদীর মিশন শক্তির ঘোষণার নাটকীয়তা । আর সেই ঘটনা নিয়েই অমিত শাহ তোপ দাগেন রাহুল গান্ধীকে ।

অমিত শাহের দাবি

বিজেপি সভাপতি অমিত শাহ এদিন রাহুলের টুইটের পাল্টা চালে পের একবার একহাত কংগ্রেসকে একহাত নেন। তাঁর দাবি সেনাকে অপমানের পর এবার বৈজ্ঞানিকদের অপমান করছে কংগ্রেস। উল্লেখ্য এর আগে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে একাধিক প্রশ্ন তুলে ছিলেন কংগ্রেসের প্রথম সারির নেতারা।

 অমিত শাহের কটাক্ষ

অমিত শাহের কটাক্ষ

বিজেপি সভাপতি দাবি করেন, 'অ্যান্টি স্যাটেলাইট মিসাইল মহাকাশে গিয়ে আঘাত করলেও , পৃথিবী পৃষ্ঠেও অনেককে আঘাত করেছে বলে মনে হচ্ছে'। কটাক্ষের সুরে এমনই বার্তা তিন কংগ্রেসের উদ্দেশে দিয়েছেন।

English summary
Amit Shah says Congress humiliated scientists as Rahul Gandhi calls PM's Mission Shakti address theatrics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X