For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির নিয়ে করোনা আক্রান্ত অমিত শাহও আবেগ চেপে রাখতে পারলেন না! টুইটারে জানালেন প্রতিক্রিয়া

রাম মন্দির নিয়ে করোনা আক্রান্ত অমিত শাহও আবেগ চেপে রাখতে পারলেন না! টুইটারে জানালেন প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

গত বছর নভেম্বর মাসের পর বিহারে এক সভায় গিয়ে কার্যত বিহারের বিধানসভা নির্বাচনের জন্য প্রচার ময়দান তৈরি করে দিয়ে আসেন অমিত শাহ। সেই সভায় তিনি দৃপ্ত কণ্ঠে সুবিশাল রামমন্দিরের নির্মাণের কথা বলেন। রামমন্দিরের সঙ্গে তাঁর আবেগ কতটা জড়িয়ে রয়েছে সেই সভাতে ধরা পড়েছিল। আর এদিন রামমন্দিরের শিলান্যাসের দিন কোভিড আক্রান্ত অমিত শাহ নিজেকে চেপে রাখতে পারলেন না।

 অমিত বার্তা

অমিত বার্তা

'আজ একটি ঐতিহাসিক দিন ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজো সম্পন্ন করেছেন। শিলান্যাস করেছেন তিনি। যা ভারতের সংস্কৃতির, সভ্যতার একটি স্বর্ণালী অধ্যায়। আর শুরু হয়েছে একটি নতুন যুগ।' এভাবেই অমিত শাহ টুইটে নিজের মনোভাব ব্যক্ত করেছেন রাম মন্দির নিয়ে।

 মোদীর নেতৃত্ব ও অমিত বার্তা

মোদীর নেতৃত্ব ও অমিত বার্তা

এদিন মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। তিনি জানান, সঠিক সিন্ধান্ত বাচক মোদীর নেতৃত্বই এই রামমন্দির নির্মাণ সম্ভব করেছে। তিনি জানান, মোদী সরকার সবসময়ই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পাসক হিসাবে কাজ করবে।

হিন্দুত্ব ও অমিত বার্তা

হিন্দুত্ব ও অমিত বার্তা

অমিত শাহ লিখেছেন, ' অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ বিশ্বজুড়ে হিন্দুদের আস্থার প্রতীক। সেই আস্থাকেই আজ সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও ও শ্রী রামজন্মভূমি ট্রাস্ট। আর তার জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। '

 রাম মন্দির ও অর্থনৈতিক পরিস্থিতি

রাম মন্দির ও অর্থনৈতিক পরিস্থিতি

রামমন্দির এলাকার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই উন্নত করতে পারবে বলে এদিন জোরদার আশা প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রামচন্দ্রের দর্শন ও ভাবনার প্রক্রিয়া ভারতের আত্মার সঙ্গে যুক্ত। তাঁর চরিত্র ও জীবন দর্শন ভারতের সংস্কৃতির সঙ্গে জড়িত। রামমন্দিরের নির্মাণের সঙ্গে সেই শুভ ভূমিক্ষেত্রও বিশ্বে নিজেকে বিকশিত করবে। ধর্ম ও উন্নয়ন মিলেই এলাকায় কর্মসংস্থান গড়ে তুলবে।

'রাম মানবতার প্রতীক যাঁর মধ্যে সব গুণের স্বরূপ', টুইট রাহুল গান্ধীর 'রাম মানবতার প্রতীক যাঁর মধ্যে সব গুণের স্বরূপ', টুইট রাহুল গান্ধীর

English summary
Amit Shah's reaction on Ram temple bhoomi pujan, minsiter says The beginning of a new era
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X