For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের আবহে ভারতের অন্যতম বড় ব্যাঙ্কে চিনের সেন্ট্রাল ব্যাঙ্কের লগ্নী! ফের তোলপাড় শুরু

লাদাখ সংঘাতের আবহে ভারতের তাবড় ব্যাঙ্কে চিনের সেন্ট্রাল ব্যাঙ্কের লগ্নী! ফের তোলপাড় শুরু

  • |
Google Oneindia Bengali News

এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে চিনের সেন্ট্রাল ব্যাঙ্কের সম্পর্ক নিয়ে কয়েকদিন আগেই ঝড় উঠেছিল ভারতে। এদিকে, লাদাখ সংঘাত আবহে ' চিনা পণ্য বয়কট ' ঘিরে গোটা দেশ প্রধানমন্ত্রীর বার্তায় সরব হয়েছিল। সেই পর্বের কয়েক মাস পরেই দেখা যাচ্ছে ভারতের তাবড় ব্যাঙ্কে বড়সড় বিনিয়োগ করেছে চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক।

লাদাখে রক্তক্ষয়ের মাঝেই ...

লাদাখে রক্তক্ষয়ের মাঝেই ...

গত ১৫ জুন চিনের সেনার সঙ্গে মল্লযুদ্ধে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। এরপর চিনকে সমস্তভাবে দুরমুশ করার পন্থা অবলম্বন করে নিয়েছিল ভারত। চিনের অর্থনীতিকে কুপোকাত করতে ভারত একের পর এক পদক্ষেপ নেয়। এদিকে, তারই মাঝে আইসিআইসিআই ব্যাঙ্কে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করল চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক।

 কী ঘটেছে গত সপ্তাহে?

কী ঘটেছে গত সপ্তাহে?

গত সপ্তাহের শেষে আইসিআইসিআইয়ের তরফে মূলধন সংক্রান্ত একটি প্রক্রিয়া চলছিল। তাতে অংশ নিয়ে তাবড় অঙ্কের একটি চেক চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক কেটে বিনিয়োগ করেছে বলে খবর।

 কোন বিপদ কি আসন্ন?

কোন বিপদ কি আসন্ন?

বিশেষজ্ঞদের বার্তা আইসিআইসিআই ব্যাঙ্কে চিনের সেন্ট্রাস ব্যাঙ্কের বিনিয়োগে আর্থিক কোনও ঝুঁকির দিক এখনও নেই। কারণ ব্যাঙ্কিং নিয়ে গপ্রবল নিরাপত্তা রাখা হয়। সেদিক দিয়ে বিষয়টি সেভাবে উদ্বেগের নয় গ্রাহকদের জন্য। তবে চিনা পণ্য বয়কটের আবহে এই ঘটনাক্রম প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা।

চিনা বিনিয়োগ ও ভারত

চিনা বিনিয়োগ ও ভারত

এদিকে, কয়েক মাস আগেই এইচডিএফসি ব্যাঙ্কের ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কিনেছে চিনের পিপলস ব্যাঙ্ক। এদিকে, লাদাখ সংঘাতের দিকে নজর রেখে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা চাপায় কেন্দ্র। তারপরেও এই নয়া বিনিয়োগ পরিস্থিতিকে কোনদিকে নিয়ে যায়, সেদিকে নজর গোটা দেশের।

বিশ্বভারতীর পাঁচিল ভাঙার আঁচ মোদীর দফতরে! অভিযুক্ত তৃণমূল নেতাদের মধ্যে এফআইআর-এ প্রথম নাম বিধায়কেরবিশ্বভারতীর পাঁচিল ভাঙার আঁচ মোদীর দফতরে! অভিযুক্ত তৃণমূল নেতাদের মধ্যে এফআইআর-এ প্রথম নাম বিধায়কের

English summary
Amid boycott Ladakh stand off China's central Bank invests money in ICICI bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X