For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেন মাস্ক 'নোংরা', পাইলটের একগুয়েমিতে বিমান উড়ল ৩ ঘন্টা দেরিতে!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : বিমানে বিলম্ব। কখনও খারাপ আবহাওয়া, কখনও রানওয়ে পেতে দেরি হওয়া, এমন নানা কারণে বিমান উড়তে দেরি হয়েছে তা তো আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু এধরণের বিলম্বের ঘটনা হয়তো এই প্রথম। [এয়ার ইন্ডিয়ার ককপিটে বিমানচালককে মারধরের অভিযোগ সহচালকের বিরুদ্ধে]

বুধবারদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিটে আপদকালীন অক্সিজেন মাস্ক 'নোংরা', এই অভিযোগ তুলে উড়ানে অস্বীকার করেন বিমানের ক্যাপ্টেন। এয়ারইন্ডিয়ার কর্মীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে এই কারণে বিমান বিলম্ব না করে বরং কোলন দিয়ে পরিষ্কার করে নিলেই হয়। [ইঞ্জিনিয়ারকে মারধর বিমানচালকের, ২ ঘন্টা আটকে রইল এয়ার ইন্ডিয়া বিমান]

অক্সিজেন মাস্ক 'নোংরা', পাইলটের একগুয়েমিতে বিমান উড়ল ৩ ঘন্টা দেরিত!

কিন্তু না, নিজের বক্তব্যেই অনড় একগুয়ে পাইলট। আর তার জেরে দিল্লি কোচি এআই ৪৬৭ বিমান য়া সকাল ৫ টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল তা উড়ল প্রায় ৩ ঘন্টা দেরিতে। ['সাত' ঘন্টার বিমান গন্তব্যে পৌঁছল 'ষাট' ঘন্টায়]

এই ঘটনায় বেজায় চটেছেন এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান রোহিত নন্দন। এই ঘটনায় বিমানচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই ধরণের ঘটনা আগেও ওই নির্দিষ্ট বিমানচালক ঘটিয়েছেন কিনা যে বিষয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এয়ার ইন্ডিয়া কর্কৃপক্ষের তরফে জানানো হয়েছে, "সময়মতো উড়ানের চেষ্টায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলেছি। সেক্ষেত্রে এই ধরণের ছোট অজুহাতের জেরে বিমান ছাড়তে এত দেরি হওয়াটা কিছুতেই মেনে নেওয়া হবে না।"

যদিও বিমানচালকদের একাংশের প্রশ্ন, একটা অক্সিজেন মাস্ক পরিস্কার করতে কেন এত সময় লাগল। মাঝেমধ্যেই ককপিট অপরিচ্ছন্ন দেখা যায়। বিমানচালকরা অপরিচ্ছন্নতার জন্য অভিযোগ জানালে তখনই লোক ডেকে কয়েম মিনিটের মধ্যে পরিস্কার করিয়ে দেওয়া। এক্ষেত্রে কেন এত বেশি সময় লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

English summary
AI pilot delays flight by 3 hours over dirty oxygen mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X