For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক লাফে ১২ শতাংশ কমল বিমানের তেলের দাম, কমবে ভাড়াও

এক লাফে ১২ শতাংশ কমল বিমানের তেলের দাম, কমবে ভাড়াও

Google Oneindia Bengali News

এয়ার টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম ১২ শতাংশ কমানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এর একটি বিজ্ঞপ্তি অনুসারে, আজ থেকে দিল্লিতে প্রতি কিলোলিটারে বিমান জ্বালানীর দাম পড়বে ১.২১ লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সামঞ্জস্য রেখেই জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

মেট্রো শহরে দাম ?

মেট্রো শহরে দাম ?

আজকের দাম কমানোর পর, মুম্বইতে এখন এয়ার টারবাইন ফুয়েলের দাম হবে ১ লক্ষ ২০ হাজার ৮৭৫. ৮৬ টাকা প্রতি কিলো। কলকাতায় জ্বালানি পাওয়া যাবে ১ লক্ষ ,২৮ হাজার ৪২৫ .২১ টাকা প্রতি কিলো এবং চেন্নাইতে ১ লক্ষ ২৬ হাজার ৫১৬.২৯ টাকায়। এই বছর তৃতীয়বারের মতো এটিএফের দাম কমানো হয়েছে।

দুই সপ্তাহ আগেও দাম কমেছিল

দুই সপ্তাহ আগেও দাম কমেছিল

এর আগে ১৬ জুলাই, আন্তর্জাতিক তেলের দাম কমার কারণে এটিএফের দাম ২.২ শতাংশ কমিয়ে প্রতি কেএল ১ লক্ষ ৩৮ হাজার ১৪৭.৯৩ টাকা হয়েছিল। জুন মাসেও, জেট ফুয়েলের দাম ১.৩ শতাংশ কমানো হয়েছিল। এটি ১০ রাউন্ড বৃদ্ধির পরে প্রথম বার কমল।

দুবার এয়ার টারবাইন ফুয়েলের মূল্য পরিবর্তন হয়

দুবার এয়ার টারবাইন ফুয়েলের মূল্য পরিবর্তন হয়

বেঞ্চমার্ক আন্তর্জাতিক তেলের হারের উপর ভিত্তি করে ১ এবং ১৬ তারিখে মাসিক ভিত্তিতে দুবার এয়ার টারবাইন ফুয়েলের মূল্য সংশোধিত হয়। অন্য একটি সম্পর্কিত উন্নয়নে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বা ১৯-কেজি সিলিন্ডারের দাম ট্যাঙ্ক প্রতি ৩৬ টাকা কমিয়েছে। দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের

দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের

এদিকে সামনেই উৎসবের মরশুম। তার আগে অনেকটাই কমেছে রান্নার গ্যাসের দাম। তবে তাতে আম জনতার হেঁসেলের খুব একটা লাভ হবে না কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এক ধাক্কায় একেবারে ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। তার জেরে অনেকটাই সস্তা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের মরশুমে কিছুটা সুরাহা হবে ব্যবসায়ীদের সেই সঙ্গে খাবারের দাম একটু কমবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একবারে ৩৬ টাকা কমেছে। তার জেরে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম এখন ২০১২.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৭৬ টাকা। কাজেই অনেকটাই কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর আগে গত ১ জুলাই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮ টাকা কমেছিল রাজধানী দিল্লিতে। তার আগে জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিল ২২১৯ টাকায়। কারণ মে মাসে ৫০ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। মে মাসে ১০২ টাকা দাম বেড়েিছল ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের।

২৮ শতাংশ বাড়ল জিএসটি কালেকশন! জুলাইতেই সরকারের ঘরে ১৪, ৮৯, ৯৯৫ কোটি ২৮ শতাংশ বাড়ল জিএসটি কালেকশন! জুলাইতেই সরকারের ঘরে ১৪, ৮৯, ৯৯৫ কোটি

English summary
air fare cuts down for low ATF price which decreased just today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X