For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়ুষ্মান ভারত প্রকল্পে আরও দুই কোটি পরিবার অন্তর্ভুক্ত, স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষ নজর সরকারের

আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম সরকারি প্রকল্প

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর স্বপ্নের ভারত প্রকল্প আরোগ্য যোজনাতে (AB PM-JAY) প্রায় ২ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, সাধারণ মানুষদের সুবিধা করতে এবং তাঁদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আর্থ-সামাজিক ও জাতি শুমারি (SECC) ডেটাগুলি শীগ্রই বিবেচনা শুরু করবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA) প্রকল্প।

আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম সরকারি প্রকল্প

আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম সরকারি প্রকল্প

সরকারি অর্থায়িত জনস্বাস্থ্য বিমা প্রকল্পের মধ্যে আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম সরকারি প্রকল্প । যাতে ১০.৭৬ কোটি গরীব ও দুর্বল পরিবার অন্তর্ভুক্ত। যেখানে রয়েছে ৫০ কোটির বেশি সুবিধাভোগী। যেখানে, সেকেন্ডারি হসপিটালাইজেশন ও টারটিয়ারি কেয়ারে ৫ লাখ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পেতে পারে। NHA প্রকল্পটি হল সুবিধাভোগীদের চিহ্নিত করা। যা চিহ্নিত করা হবে শুধুমাত্র SECC ডেটার ভিত্তিতে।

সরকারি কর্মকর্তা কী জানালেন

সরকারি কর্মকর্তা কী জানালেন

প্রকল্পটির একজন কর্মকর্তা জানান, ভারত প্রকল্প আরোগ্য যোজনাতে প্রায় ২ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

'এই অতিরিক্ত ডাটাগুলি শুধুমাত্র আয়ুষ্মান ভারতের নির্ধারিত টার্গেট সুবিধাভোগীদের বর্তমান সংখ্যায় পৌঁছাতে সাহায্য করবে না। কিন্তু পৌঁছাতে সাহায্য করবে সুবিধাভোগীদের কাছে' বলে জানিয়েছেন এক সরকারি কর্তা।NHA তে প্রায় গত বছর নভেম্বরে ১৭ কোটি ভারত প্রক্লপের কার্ড তৈরি করা হয়েছে। তার মধ্যে ১০.৬৬ কোটি PM-JAY কার্ড এবং ৫.৮৫ কোটি রাজ্য কার্ড।

এই প্রকল্পের আওতায় পড়বে জাতীয় খাদ্য সুরক্ষা আইন

এই প্রকল্পের আওতায় পড়বে জাতীয় খাদ্য সুরক্ষা আইন

সূত্র মারফত জানা গিয়েছে, NHA এর অনান্য ডাটা আওতায় থাকবে জাতীয় খাদ্য সুরক্ষা আইন। যা ৮০ কোটিরও বেশি মানুষকে সহায়তা করবে। এই প্রকল্পটির সমস্ত সমস্ত সুযোগ- সুবিধাই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। রেশন উপভোক্তাদের পাশাপাশি আমরা প্রধানমন্ত্রী জন-ধন যোজনার ডেটা গুলিকে পরখ করব বলে জানান এক আধিকারিক।

তিনি আরও জানান, জীবন জ্যোতি বিমা যোজনা, সুরক্ষা বিমা যোজনা ও উজ্জ্বলা যোজনার ডেটাগুলি আমারা বিবেচনা করব। এগুলি SECC ডেটা থেকে নেওয়া হবে।

 ভারত প্রকল্পটি পুনরায় চালু

ভারত প্রকল্পটি পুনরায় চালু

ভারত প্রকল্পটি পুনরায় চালু হতে চলেছে বলে জানা গিয়েছে। যার অংশ হিসাবে আরও বেসরকারি হাসপাতালগুলিকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। হাসপাতালগুলিকে কর্মসূচিতে যোগদানের জন্য উৎসাহিত করার কাজ চলছে। স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে ২৩,০০০ হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল ১৩ ,৪৭০ টি ও বেসরকারি হাসপাতাল ৯,৩৬১ টি।

black fungus এর চিকিৎসার প্যাকেজ খোলা

black fungus এর চিকিৎসার প্যাকেজ খোলা

কেন্দ্র সরকার গত বছরের অক্টোবরের প্রকল্পের অধীনে প্রায় ৪০০ পদ্ধতির হার সংশোধন করেছেন। পাশপাশি black fungus ভাইরাসের একটি নতুন চিকিৎসার প্যাকেজ যুক্ত করেছে।

 চালু অডিও-ভিজ্যুয়াল

চালু অডিও-ভিজ্যুয়াল

গত ডিসেম্বরে , NHA তার ব্র্যান্ডিং ও প্রিন্টের পাশাপাশি অডিও-ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সৃজনশীল বিষয়বস্তু ডিজাইন, বিকাশের মাধ্যমে তার লক্ষ্য শ্রোতাদের মধ্যে প্রকল্প, প্রোগ্রামগুলির সচেতনতা প্রচারের জন্য একটি প্রাইভেট এজেন্সি নির্বাচন করার জন্য প্রস্তাবের জন্য একটি আমন্ত্রণ জানিয়েছেন।

English summary
ab pm jay is the largest government project in the world with 10 76 crore households
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X