For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ওদের শহর ছাড়া করবেন না,’ পরিবেশকর্মীদের বিক্ষোভে শিন্ডে সরকারকে তীব্র কটাক্ষ আদিত্য ঠাকরের

‘ওদের শহর ছাড়া করবেন না,’ পরিবেশকর্মীদের বিক্ষোভে শিন্ডে সরকারকে তীব্র কটাক্ষ আদিত্য ঠাকরের

Google Oneindia Bengali News

মুম্বইয়ের গোয়েগাঁওয়ের আরে কলোনি পরিদর্শনে যান শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। সেখানে তিনি বিক্ষোভারীদের সঙ্গে কথা বলেন। মেট্রো কারশেডের বিরোধিতা করেই সেখানে পরিবেশকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি শিন্ডে সরকারকে কটাক্ষ করে বলেন, 'আমাদের বিরুদ্ধে তাদের (মহারাষ্ট্র সরকার) ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এটা জীবনের প্রশ্ন। বন্যপ্রাণীগুলোকে দয়া করে শহর থেকে বিতাড়িত করবেন না।'

আদিত্য ঠাকরের মন্তব্য

আদিত্য ঠাকরের মন্তব্য

রবিবার আরে কলোনিতে গাছ কেটে সেখানে মেট্রো কারশেডের বিরোধিতা করে বিক্ষোভ দেখান পরিবেশকর্মী। মুম্বইয়ের এই আরে কলোনি বাণিজ্য নগরীর 'সবুজ ফুসফুস' নামে পরিচিত। পরিবেশ কর্মীদের বিক্ষোভ পরিদর্শনে যান আদিত্য ঠাকরে। সেখানে তিনি শিন্ডে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, আরে কলোনিতে অনেক প্রাণীর বাস। সেখানে গাছ কাটা হলে এবং মেট্রোর কারশেড হলে অনেক বন্যপ্রাণী তাদের বাসস্থান হারাবে। তাদের শহর থেকে কখনই তাড়ানো উচিত নয়। বরং সেখানে একটি পশু হাসপাতাল করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেন, জঙ্গল ও বন্যপ্রাণকে ধ্বংসের প্রভাবে জলবায়ু পরিবর্তন সরাসরি মানুষের জীবনের ওপর পড়ছে। তিনি বলেন, 'আমাদের লড়াই জঙ্গল রক্ষার জন্য, বন্যপ্রাণ ও আদিবাসীদের রক্ষার দাবিতে।' তিনি বলেন, 'আমরা যখন সরকারে ছিলাম, তখন এখানের একটা গাছও কাটা হয়নি।' পাশাপাশি তিনি অভিযোগ করেন, কারশেডে প্রতিরাতে তিন-চার মাসে একবার রক্ষণাবেক্ষণের জন্য যাবে।

শিন্ডে সরকারের দাবি

শিন্ডে সরকারের দাবি

পরিবেশ কর্মীদের আরে কলোনিতে বিক্ষোভে কিছুটা অস্বস্তিতে একনাথ শিন্ডের সরকার। মহারাষ্ট্রে এমভিএ সরকার পূর্বতন সরকারের আরে কলোনিতে মেট্রোর কারশেড প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেয়। একনাথ শিন্ডের সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে ফের মেট্রো কারশেডের প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রসঙ্গে মহরাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, আরে কলোনীতে মেট্রোর থার্ড লাইন কার্ডশেড চালু নিয়ে অধ্য সত্য প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে কারশেডের প্রায় ২৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। ১০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই পরিস্থিতিতে পিছিয়ে আসার কোনও প্রশ্নই নেই। তিনি মনে করছেন, মু্ম্বইয়ে যানজট এড়ানোর জন্য এখানে কারশেড তৈরির বিকল্প কোনও রাস্তা নেই।

বোম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ

বোম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ

আরে কলোনিতে মেট্রো থার্ড রেলের কারশেডের জন্য প্রচুর গাছ কাটতে হবে। অন্য বন্যপ্রাণ বাসস্থান হারাবে। ২০১৪ সালে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চভান প্রথম আরে কলোনিতে মেট্রো কারশেডের প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তাঁর এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেছিলেন পরিবেশকর্মীরা। স্থানীয় এনজিও বনশক্তি ওই এলাকায় গাছ কাটার বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। চভানের পর ফড়নবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

শিবসেনার ৫৩ জন বিধায়ককে শোকজ নোটিশ, নাম নেই আদিত্য ঠাকরের শিবসেনার ৫৩ জন বিধায়ককে শোকজ নোটিশ, নাম নেই আদিত্য ঠাকরের

English summary
Aaditya Thackeray takes a dig at Eknath Shinde
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X