For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বডি শেমিং, স্ত্রীয়ের চেহারা ভারী হয়ে যাওয়ায় বিবাহবিচ্ছেদের আবেদন

Array

Google Oneindia Bengali News

এই ব্যক্তি 'জিসকি বিবি মোটি উসকা ভি বড়া কাম হ্যাঁয়' নিশ্চিত এই গানটি শোনেননি। না হলে এমন কাণ্ড তিনি করতে পারতেন না। অন্তত দম লগা কে হাইশা ছবিটা তাঁর দেখা উচিৎ ছিল। কিছু শিখতে পারতেন। দেখেননি, তাই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেছেন। ভাবছেন কী কাণ্ড?

বিবাহবিচ্ছেদের আবেদন

বিবাহবিচ্ছেদের আবেদন

বিয়ের পর স্ত্রীর ওজন বেড়ে যাওয়ায় বিবাহবিচ্ছেদের আবেদন করেন এক ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন নাজমা নামে পরিচিত ওই মহিলা থানায় পৌঁছে বিচারের দাবি করেন। তিনি বলেন, তাঁর স্বামীর নাম সলমন। সে তাকে এক মাস আগে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার পর বিবাহবিচ্ছেদের আবেদন করেন। কারণ তাঁর স্ত্রী মোটা হয়ে গিয়েছেন।

চেহারা নিয়ে খোঁটা

চেহারা নিয়ে খোঁটা

জানা গিয়েছে ওই দম্পতির এক সাত বছর বয়সী ছেলেও রয়েছে। তাদের দুজনকেই প্রচুর লড়াই করতে হত। কারণ সলমন নামের ওই ব্যক্তি প্রায়শই নাজমাকে তাঁর চেহারা নিয়ে খোঁটা দিত। তিনি তাঁকে 'মোটা' বলতেন এবং বলেছিলেন যে তিনি তার মতো কারও সাথে থাকতে পারবেন না। তিনি বলেছেন যে তিনি সলমনের সাথে থাকতে চেয়েছিলেন, তবে তার স্বামী তাঁকে ডিভোর্স দিতে চান। তিনি অসহায় বোধ করেন এবং বিষয়টির বিচারের দাবি করেন।

 কঠোর ব্যবস্থা নেওয়া হবে

কঠোর ব্যবস্থা নেওয়া হবে

তিনি কথা বলার সময় সিও কোতোয়ালি অরবিন্দ চৌরাসিয়া বলেন, এমন কোনও মামলা তাঁর নজরে আসেনি। তবে এ ধরনের কোনও ঘটনা জানাজানি হলে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বডি শেমিং

বডি শেমিং


বডি শেমিং বা শরীর অমর্যদা বা শরীর উপহাস বা শরীর অসম্মান হচ্ছে কোনও ব্যক্তির শারীরিক অবস্থাকে উপহাস করা বা উপহাস করার মত কিছু কাজ করা।

শরীর অমর্যদা বা উপহাসের পদ্ধতি অনেক। চর্বি বা স্থুল হওয়ায়, পাতলা বা চিকন হওয়ায় , উচ্চতা বা লম্বা, লোমশতা বা লোম না থাকায়, চুলের রঙ, শরীরের আকৃতি, কারো পেশীবহুলতায় বা এর অভাব, চেহারার বা মুখের বৈশিষ্ট্যের জন্য এবং এর বিস্তৃত অর্থে ট্যাটু এবং ছিদ্র বা রোগে ও বিভিন্ন কারণে পড়া শারীরিক চিহ্ন বা দাগ এর জন্য লজ্জা দেয়া প্রভৃতি।

শিশুদের মনস্তত্ত্ব প্রকাশ মূলক বিভিন্ন ছায়াছবিতে এর গুরুত্ব সম্পর্কে উপস্থাপিত যেখানে দেখানো হয়েছে শিশুদের জন্য বিভিন্ন মাধ্যমে সম্পর্কের এবং আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আকর্ষণীয়তার বিষয়টির প্রভাব বা ভূমিকা।

এগুলো নিয়ে গবেষণা করা হয় এবং গবেষণায় ব্যবহৃত সিনেমাগুলির মধ্যে দুটি ডিজনি মুভিতে ব্যক্তিগত সৌন্দর্য সম্পর্কে সর্বাধিক সংখ্যক বার্তা রয়েছে। এই সমীক্ষায় আরও দেখা গেছে যে ৬৪% ছবিতে স্থূল চরিত্রগুলিকে অমনোযোগী, দুষ্ট, নিষ্ঠুর এবং বন্ধুত্বপূর্ণ বলে উপস্থাপন করেছে এবং অর্ধেকেরও বেশি চিত্রিত চিত্র বিবেচনা বা খাবারের সাথে জড়িত।

English summary
highest example body shaming a man case divorce against wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X